Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃজনীবন্যা-সেরা-সাহিত্য-সম্মাননা

কলমে - করবী শিরোনাম - সান্ত্বনা4 / 7 / 21মায়ের স্নেহের ভাগিদার ছিলাম আমরা দুই ভাই - বোন...একটু বেশি আদর ছিল দাদার ,বাকি টুকুতে আমার থাকত আমন্ত্রণ ।বাবার আদরের সোনা ছিলামকিছু আবদার কিছু প্রশ্রয়.. তবুও সেটা আমার আপন গৃহ নয়,কন্যা…

 


কলমে - করবী 

শিরোনাম - সান্ত্বনা

4 / 7 / 21

মায়ের স্নেহের ভাগিদার ছিলাম 

আমরা দুই ভাই - বোন...

একটু বেশি আদর ছিল দাদার ,

বাকি টুকুতে আমার থাকত আমন্ত্রণ ।

বাবার আদরের সোনা ছিলাম

কিছু আবদার কিছু প্রশ্রয়.. 

তবুও সেটা আমার আপন গৃহ নয়,

কন্যা সম্প্রদানের পূর্বের আশ্রয়।

স্কুলের সেরা ছাত্রি না হলেও,

কয়েক দিদির স্নেহের ছায়া ....

স্কুলের যাওয়ার ইচ্ছের কারণ,

আজও অনুভবে উনাদের কায়া- মায়া।

জীবনশৈলির নাট্যমঞ্চ বর্ণময় খুবই, 

বন্ধু আমার অগনিত, অনবদ্য সবাই,

কাছে থাকা , পাশে থাকার ভরসা,

কয়েকজনের অন্তর হতে সদা পাই।

কিছু মানুষের সঙ্গ লাভের আকাঙ্খা,

এজীবনে না বা পুরণ হলোই সব

সীমারেখা উলঙ্ঘনের সাহসিকতা ...

আজও মন জোগাড় করতে পারল না।

ঈশ্বরের অশেষ দয়া তবুও আজও জীবিত,

সমন জারি হওয়ার কাল হয়ত নিকট...

ক্ষেতের ফসল ঘরে তোলার দিন......

নতুন চারা রোপনে মাঠ হোক সবুজ- রঙীন।।