বিকেলে কৌশিক চট্টোপাধ্যায়১৩/০৭/২০২১
নরম পড়ে আসা রোদের আলোয়নদীকে বড় দুঃখিনী লাগে,তার পাশে পড়ে আছে একাকি ধূসর মাঠসবুজের রেশ আর দেখা যায় না সেখানে ৷
দূরে যতো শাল,মহুয়ারা জড়াজড়িকরে বসে আছেকুয়াশার চাদর ঢেকে মুখে;যেমন পান্ডব…
বিকেলে
কৌশিক চট্টোপাধ্যায়
১৩/০৭/২০২১
নরম পড়ে আসা রোদের আলোয়
নদীকে বড় দুঃখিনী লাগে,
তার পাশে পড়ে আছে একাকি ধূসর মাঠ
সবুজের রেশ আর দেখা যায় না সেখানে ৷
দূরে যতো শাল,মহুয়ারা জড়াজড়ি
করে বসে আছে
কুয়াশার চাদর ঢেকে মুখে;
যেমন পান্ডবেরা লুকিয়েছিলো তাদের মুখ
হস্তিনাপুরের পাশা খেলায় হারের পর ৷
কেবল একাকি ছলছল নৌকা
রেখে যায় প্রানের স্পন্দন,
নদী আজ বড়ো একাকি
কথা বলার মতো কেউ নেই ,
বিবর্ণ হয়ে আছে চারিপাশ,
তুমি কি একবার বুক খুলে বসবে এখানে ?
দরদী আলো মেখে আমি বসে আছি
তোমার অনন্ত প্রতীক্ষায় ।
----------0000000--------