Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকে স্বাস্থ্য পরীক্ষা শিবির

নিজস্ব সংবাদদাতা,কুলটিকরী ঝাড়গ্রাম.........দীর্ঘ একবছর অতিবাহিত কিন্তু করোনার থাবা থেকে রেহাই নেই মানুষের, দীর্ঘ লকডাউনে ক্ষতিগ্রস্ত হচ্ছে সমাজের প্রতিটি স্তরের মানুষ। এই মহামারীর সময়কালে বিভিন্ন ধরনের প্রকল্প নিয়ে সমাজের প্র…

 


 নিজস্ব সংবাদদাতা,কুলটিকরী ঝাড়গ্রাম.........দীর্ঘ একবছর অতিবাহিত কিন্তু করোনার থাবা থেকে রেহাই নেই মানুষের, দীর্ঘ লকডাউনে ক্ষতিগ্রস্ত হচ্ছে সমাজের প্রতিটি স্তরের মানুষ। 

এই মহামারীর সময়কালে বিভিন্ন ধরনের প্রকল্প নিয়ে সমাজের প্রতিটি মানুষের কাছে পৌঁছে যাচ্ছে সেচ্ছাসেবী সংগঠন  Reward welfare association. তেমনি এক কর্মসূচির মধ্য দিয়ে আজ ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের সিজডিহাতে স্বাস্থ্য সচেতনতা মূলক শিবির করলো Reward, 

Insieme per mano- এর আর্থিক সহায়তায় পশ্চিম বঙ্গের দশটি জেলার প্রত্যন্ত গ্রামে স্বাস্থ্য শিবির সংগঠিত করার পরিকল্পনা রয়েছে এই সংগঠনের। 

এই স্বাস্থ্য শিবিরে মূলত থাকছে ব্লাড সুগার, ব্লাড প্রেসার, ওজন, ব্লাড গ্রুপ, প্লালস্ ইত্যাদির পরীক্ষা এবং সঙ্গে থাকছে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ। এদিন উপস্থিত ছিলেন দিল্লির এমসের ডাক্তার ডা: দীপ্তা মহাপাত্র। 


এই ধরনের স্বাস্থ্য পরীক্ষা পেয়ে খুবই খুশি গ্রামের মানুষজন। এদিনের স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলার রিওয়ার্ডের সদস্য কাঞ্চন পট্টনায়ক বাঁকুড়া জেলার রিওয়ার্ডের সদস্য দেবারতি দাস ও সুমন্ত বসু। 

রিওয়ার্ডের কর্নধার রাখী ব্যানার্জী জানান - করোনাকালে এই শিবিরের খুবই প্রয়োজনীয়তা রয়েছে। বিশেষ করে মানুষজন যেখানে এতো বেশি সচেতন নয় সেখানে আমরা এই ধরনের শিবির করে মানুষকে স্বাস্থ্য পরিসেবা প্রদান করে যাবো।