Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

২৩-৭-২০২১
. ~এসো শ্যামল সুন্দর~                           অজয় কুমার দত্ত
অনুভূতির তুলি দিয়ে আঁকা রঙিন স্বপ্নিলহৃদয়ের ক্যানভাসে অনুপ নৈসর্গিক ছবি!ঘন বরষা নেমেছে দূরের কঠোর আকাশে দিবসস্বপনে নিমগন এক অবোধ কবি।প্রবল তাপিত বাত…

 


২৩-৭-২০২১


. ~এসো শ্যামল সুন্দর~            

               অজয় কুমার দত্ত


অনুভূতির তুলি দিয়ে আঁকা রঙিন স্বপ্নিল

হৃদয়ের ক্যানভাসে অনুপ নৈসর্গিক ছবি!

ঘন বরষা নেমেছে দূরের কঠোর আকাশে 

দিবসস্বপনে নিমগন এক অবোধ কবি।

প্রবল তাপিত বাতাসের ঊর্মিল চলাচলে

শুষ্ক কন্ঠ হৃদয় দেহ মন ব্যাকুল তৃষায়~

তবুও পথ চলে সারণিক কর্মী। ভিখারিরা

যাচে শীতলতা~ছায়াময় শিখরীর আশ্রয়।


হয়তো কখনও মননে ভাসে অলক্তরাঙা

ফেলে আসা শাল্মলীবসন্ত। ভরা জৈষ্ঠ্যের ডাকে

দলছুট একক পরভৃত~সম্মোহিত দেখে

বায়স শিল্পিত জন্মনীড় বিল্ববীথির শাখে!

স্বপনে উড়ে আসে বিখন্ড শ্রাবণী মেঘমালা

নিয়ে দুর্মদ মরুতের উতরোল পারাবার! 

চমকায় মেঘদীপ! ধ্বংস করে পাখির বাসা

মানব পর্ণকুটির! আর্তস্বনন! হাহাকার! 


ধীরে অবসৃত ঝঞ্ঝা। ঘনায় সায়ন্তনী মেঘ~

নমিত আঁধার রাত্রি। থাকি অনন্ত অপেক্ষায়

পোহাবার আগে বলে যায় শর্বরী কানে কানে~

ওঠ হয়েছে ভোর! দেখি অঙ্কুরিত কিশলয়

ধ্বংসের নীচে উন্মেষিত! দেখে এই পৃথিবীতে

মানবতার উষ্ণায়ণে তাপিত তৃতীয় গ্রহে

সূর্যের চেয়েও অকরুণ উন্মত্ত মানবতা

হনন করে প্রাণ আর নারীর যৌবন দেহে।


এসো শ্যামল সুন্দর বরষা~পবিত্র ধারায়

বন্যার প্রবাহে ভাসাও হীন মানবিকতাকে~

শান্তি আনো এই মধুজাতে দূর করো অন্যায়!

                            ←♣→

©অজয়