Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পথদুর্ঘটনা রুখতে বাইক চালকদের শপথবাক্য পাঠ করালেন কোলাঘাট থানার প্রশাসন

বাবলু বন্দোপাধ্যায় কোলাঘাটভারতে পথদুর্ঘটনায় মৃত্যু হয় অনেক বেশি। প্রতি তিন মিনিটে একটা পরিবারের বেঁচে থাকার স্বপ্ন বা জীবনের আলো নিভে যাচ্ছে কেবল সচেতনতার অভাবে।বিভিন্ন স্থানে সরকার ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান পক্ষ থেকে সচেত…

 


বাবলু বন্দোপাধ্যায় কোলাঘাট

ভারতে পথদুর্ঘটনায় মৃত্যু হয় অনেক বেশি। প্রতি তিন মিনিটে একটা পরিবারের বেঁচে থাকার স্বপ্ন বা জীবনের আলো নিভে যাচ্ছে কেবল সচেতনতার অভাবে।বিভিন্ন স্থানে সরকার ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান পক্ষ থেকে সচেতনতা শিবির এর উদ্যোগ গ্রহণ করা হচ্ছে, এবার সেই উদ্যোগে সামিল হতে দেখা গেল কোলাঘাট থানার প্রশাসন ও মেচেদার এক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান সৃজনকে ।মেচেদা কেন্দ্রীয় বাস স্ট্যান্ডের অনতিদূরে বিদ্যাসাগর মোড়ের কাছে বাইক চালকদের শপথবাক্য পাঠ করানো হলো দুর্ঘটনা এড়াতে রাজ্য সরকারের যা যা শর্তাবলী আছে বাইক চালানোর ক্ষেত্রে তা গুরুত্ব সহকারে পালন করতে হবে বলে। কেবল শপথ বাক্য নয় জেলা ট্রাফিক ও কোলাঘাট থানার মাধ্যমে কাউন্সেলিং করা হয় বাইক চালকদের। স্পিড লিমিট স্টিকার ও পরিবারদের সুরক্ষিত রাখার অঙ্গীকার ব্যাচ পরানো হয়। হেলমেট বিহীন চালকদের হেলমেট দেওয়ার ব্যবস্থাও করা হয়। এই সচেতনতা শিবির উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার ট্রাফিকের ডিএসপি প্রদীপ মণ্ডল, টি আই বিপ্লব মন্ডল ,কোলাঘাট থানার ওসি ইমরান মোল্লা, সংস্থার কর্ণধার ঋত্বিক প্রধান , এলাকার সমাজসেবী সুকুমার মাইতি সহ বিশিষ্টজনেরা।কোলাঘাট থানার ওসি ইমরান মোল্লা বলেন জাতীয় সড়কে থানার পক্ষ থেকে বারবার হেলমেট বিহীন চালকদের সচেতন করা হলেও এখনো বেশ কিছু চালক জাতীয় সড়কে নিজের ইচ্ছামত বাইক চালায়, কিছু ক্ষেত্রে দুর্ঘটনার শিকার ও হচ্ছে।তাদের বার্তা নিজেকে কে বাঁচান পরিবারকে বাঁচান।