Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

নয়াগ্রামের দুঃস্থ কলেজছাত্রীর পাশে দাঁড়ালেন গোপীবল্লভপুরের স্কুল শিক্ষক

নিজস্ব সংবাদদাতা,গোপীবল্লভপূর ঝাড়গ্রাম : বিগত দিনের মতো আবারও দুঃস্থ পড়ুয়ার পাশে দাঁড়াতে আবারও মানবিক মুখ নিয়ে এগিয়ে এলেন গোপীবল্লভপুরের নয়াবসান জনকল্যাণ বিদ্যাপীঠে কর্মরত মানবদরদী শিক্ষক হেরম্ব নাথ চক্রবর্তী l ঝাড়গ্রাম জ…

 


নিজস্ব সংবাদদাতা,গোপীবল্লভপূর ঝাড়গ্রাম : বিগত দিনের মতো আবারও দুঃস্থ পড়ুয়ার পাশে দাঁড়াতে আবারও মানবিক মুখ নিয়ে এগিয়ে এলেন গোপীবল্লভপুরের নয়াবসান জনকল্যাণ বিদ্যাপীঠে কর্মরত মানবদরদী শিক্ষক হেরম্ব নাথ চক্রবর্তী l ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের ছোটো খাকরি গ্রামের বাসিন্দা বিমল মাহাত উৎসব,অনুষ্ঠানে ডেকোরেশনের কাজ করে যে অর্থ অর্জন করেন, সেই অর্জিত অর্থেই স্ত্রী,পুত্র ও দুই কন্যাসহ পরিবারের পাঁচ সদস্যের জীবনযাত্রা অতিবাহিত হয় l বর্তমান করোনা উদ্ভুত পরিস্থিতি বিমলবাবু অনেকাংশেই কর্মহীন l বিমল বাবুর বড় মেয়ে বৈশাখী মাহাত ঝাড়গ্রাম রাজ কলেজের বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী l অর্থাভাবে ফোর্থ সেমিস্টারের জন্য প্রয়োজনীয় পুস্তক এখনো সে সংগ্রহ করে উঠতে পারেনি। তাছাড়াও এই মেধাবী শিক্ষার্থী স্নায়ুর রোগেও আক্রান্ত l প্রয়োজনীয় জীবনদায়ী ঔষধ ক্রয় করা কর্মহীন ওই পরিবারটির পক্ষে এখন সম্ভব হয়ে উঠছে না।তাই এই পরিবারটি এই সময়ে কঠিন বাস্তবের সম্মুখীন l খবর পেয়ে পরিবারটির সাথে যোগাযোগ করে এবং পরিবারটির পাশে গিয়ে দাঁড়ালেন জঙ্গলমহল এলাকার মানবদরদী শিক্ষক হেরম্ব বাবু l রবিবার দিন হেরম্ববাবু ওই পরিবারটির বাড়িতে গিয়ে বই,খাতা,কলম সহ বিভিন্ন পাঠ্য সহায়ক উপকরণ এই মেধাবী শিক্ষার্থী বৈশাখীর হাতে তুলে দেন l এছাড়াও ছাতু, দুধ, বিস্কুট, সোয়াবিন,হরলিক্স প্রভৃতি খাদ্যদ্রব্য এবং সাবানগুড়ি, সাবান,স্যাম্পু, মাক্স প্রভৃতি নিত্যপ্রয়োজনীয় দ্রব্য এবং এই মেধাবী শিক্ষার্থীর চিকিৎসার জন্য নগদ কিছু অর্থ পরিবারটির হাতে তুলে দেন হেরম্ববাবু ।

উল্লেখ্য, হেরম্ব বাবুর বাড়ি বাঁকুড়া জেলার তালডাংরা থানার হাড়মাসড়া গ্রামে l বর্তমানে তিনি জঙ্গলমহল এলাকা হিসেবে পরিচিত ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর এক নম্বর ব্লকের অন্তর্গত নয়াবসান জনকল্যাণ বিদ্যাপীঠের সংস্কৃত বিষয়ের শিক্ষক l শিক্ষাদানের পাশাপাশি মানব সেবাকে নিজের জীবনের ব্রত হিসেবে গ্রহণ করেছেন হেরম্ববাবু l আর এভাবেই আগামী দিনেও তিনি এগিয়ে যেতে চান বলে জানান হেরম্ববাবু l