Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

নারী: নেতিবাচক নয় ইতিবাচক#(দুই)

#নারী: নেতিবাচক নয় ইতিবাচক#(দুই)অবগুন্ঠনবতী মহিলারা বৃত্তের বাইরে এসে পুরুষের সাথে কাজ করার, সামাজিক উৎপাদনের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পেয়ে গেল ইংল্যান্ডের শিল্প বিপ্লবের পরে। নারী শ্রমিকদের কল।কারখানায় শিল্পে অর্থাৎ উৎপাদনের …

 


#নারী: নেতিবাচক নয় ইতিবাচক#(দুই)

অমৃত মাইতি
অবগুন্ঠনবতী মহিলারা বৃত্তের বাইরে এসে পুরুষের সাথে কাজ করার, সামাজিক উৎপাদনের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পেয়ে গেল ইংল্যান্ডের শিল্প বিপ্লবের পরে। নারী শ্রমিকদের কল।কারখানায় শিল্পে অর্থাৎ উৎপাদনের সঙ্গে যুক্ত হওয়ার পিছনে একটি অন্য যুক্তিও ছিল। সস্তায় মহিলা শ্রমিক পাওয়া যেত। যদিও অনেক পরে অনেক লড়াই সংগ্রাম দাবি আদায়ের মধ্য দিয়ে সমান কাজে সমান বেতনের স্বীকৃতি পাওয়া গেছে বা পাওয়া যাচ্ছে। পারিবারিক বৃত্তের বাইরে আসার সাথে সাথে সামাজিক উন্নয়ন ও উৎপাদনে যৌথ উদ্যোগ নারী-পুরুষের সম্পর্কের উন্নতি ঘটায়। নারীর সম্মান যোগ্যতা এবং স্বাধীনতার এক দিগন্ত উন্মোচিত হয়। সমাজের এগিয়ে থাকা মানুষের চোখে নারী হয়ে ওঠে অনন্যা। কারণ নারীর ভালোবাসায় এবং অবদানে পারিবারিক সুখ-স্বাচ্ছন্দ বিরাজ করে ।পাশাপাশি আর্থিক দায়িত্ব গ্রহণ করার ক্ষেত্রে নারীর ভূমিকা স্বীকৃত হয়। নারী মা হিসেবে স্ত্রী হিসেবে স্বামী-সন্তানের কাছে লতা গাছ নয় ছায়া স্বরূপ বৃক্ষ। আবার অফিস-আদালত এবং উৎপাদন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত নারী উপদেশ পরামর্শ সহযোগিতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে শুরু করে। এভাবেই নারী সমাজের বুকে ঠাঁই করে নেয় তার ইতিবাচক দৃষ্টিভঙ্গির জন্য।

নারী সম্পর্কে কোন নেতিবাচক দৃষ্টিভঙ্গি নয় সসম্মানে ইতিবাচক দৃষ্টিভঙ্গি আমাদের আলোচনা করা উচিত। আমরা যারা আলোচনা করি গুরুত্ব দিয়ে নারী সম্পর্কে আমাদের দৃষ্টি যেন কখনো কনজারভেটিভ না হয়। তাহলে আলোচনা পক্ষপাত দোষে দুষ্ট হবে। নারীকে ছোট করা বা খাটো করা তাদের ক্ষমতা সম্পর্কে তাদের জ্ঞান বিবেচনা বুদ্ধি সম্পর্কে বিন্দুমাত্র ধারণা নেই যাদের তারাই নেতিবাচক কথা বলে। ফরাসি বিপ্লবের সময় নারী জাগরণ আমাদের চোখ খুলে দেয়।১৭৮৯ সালে ফরাসি বিপ্লব বিশ্বের ইতিহাসে গুরুত্বপূর্ণ ঘটনা। দীর্ঘদিনের বঞ্চনা এবং ক্ষোভ বিপ্লবের সূচনা করে।

ফ্রান্সের নারীরা সংগঠন গড়েছিল।"বিপ্লবী প্রজাতান্ত্রিক নারী সংঘ (Society of Revolutionary Republican Women)। বঞ্চনার বিরুদ্ধে নিজেদেরকে রুখে দাঁড়ানো এবং সংঘটিত ভাবে প্রতিরোধ করার উদ্যোগ গ্রহণ যারা করেছিলেন তাদেরকে নিঃসন্দেহে স্যালুট জানাতে হয়। ফরাসি বিপ্লবের শুরু থেকে শেষ পর্যন্ত নারী পুরুষের বন্ধু হিসেবে বিপ্লব কর্মী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নারী সংঘের নেতৃত্বকে বন্দী করা হয়েছিল। ঐতিহাসিক কার্লাইল তাঁর The French Revolution গ্রন্থে বিপ্লবী নারী শক্তির বর্ণনা ও প্রশংসা করেন। ১৭৮৯ খ্রিস্টাব্দে ১৪ জুলাই জনতার বাস্তিল দুর্গ আক্রমণের সময় বীরাঙ্গণা মহিলারা সঙ্গে ছিল এবং উৎসাহ দিয়েছিল এবং নতুন ব্যবস্থা প্রবর্তনের দাবি করেছিল। নারী বিপ্লব পূর্ববর্তী সময়ে তাদের নাগরিকত্ব নিয়ে ভোটাধিকার নিয়ে যে সমস্ত বাধা নিষেধ ছিল তা পরবর্তী কালে ব্যাপক আন্দোলনের ফলে দ্বিতীয় শ্রেণির নাগরিকত্ব প্রাপ্ত হয় ফ্রান্সের নারী। ফরাসি নারীরা অস্ত্রাগার লুন্ঠনেও অংশগ্রহণ করেছিল। আজকের ইতিহাস।ফরাসি বিপ্লবের অভিজ্ঞতায় নারী সমাজের ইতিবাচক

দিকই আমরা লক্ষ্য করি শ্রদ্ধার সঙ্গে।

(চলবে)