দৈনিক কবিতা প্রতিযোগিতা।শিরোনামঃ "দিনের শেষে" ✍️ স্বপন কুমার সরকার। (০৫.০৭.২০২১)ঘুমোতে চাইছে নিশ্চিন্তে ক্লান্ত অবসন্ন দিনগুলি;বর্গীরদল বাধসাধে আর শ্লোগানে মাতায় বুলবুলি।
অস্বীকার আর অভিযোগে…
দৈনিক কবিতা প্রতিযোগিতা।
শিরোনামঃ "দিনের শেষে"
✍️ স্বপন কুমার সরকার।
(০৫.০৭.২০২১)
ঘুমোতে চাইছে নিশ্চিন্তে
ক্লান্ত অবসন্ন দিনগুলি;
বর্গীরদল বাধসাধে আর
শ্লোগানে মাতায় বুলবুলি।
অস্বীকার আর অভিযোগে
বিতর্কেরা তুলবেই ঝড়;
সময়ের খোঁচায় ভূত পালাচ্ছে
ভাঙছে ভাঙ্গুক তাসের ঘর।
ঘানি টানছো টেনেই যাও না
বেরিয়ে যাক না সকল তেজ;
দিনের এখন বার্ধক্য দেখে
সূর্যিমামা গুটিয়েছে লেজ।
জোয়ার তোমার একলার নাকি?
ভরা কোটাল পাবেই দিন
দিনের দুশ্চিন্তা দেখে তোমরা
নাচতো নাচো তা ধিন ধিন।
এমন দিনের স্বপ্ন দেখি
আসছে ধর্মরাজের বেশে
মারছো মারো যত খুশি
ফিরবেই দিন দিনের শেষে।
***************************