Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

খড়্গপুরে যুদ্ধ বিরোধী দিবস উদযাপন..

নিজস্ব সংবাদদাতা, খড়্গপুর...... হিরোশিমা-নাগাসাকি ও যুদ্ধ বিরোধী দিবস উদযাপন কমিটির পক্ষ থেকে সোমবার ৯ অগাস্ট, খড়্গপুরের ডিভিসি জগন্নাথ মন্দির সংলগ্ন ময়দানে যুদ্ধ বিরোধী দিবস পালিত হল৷ এই কর্মসূচীতে কচিকাঁচাসহ এলাকার নাগরিকদের …

 


নিজস্ব সংবাদদাতা, খড়্গপুর...... হিরোশিমা-নাগাসাকি ও যুদ্ধ বিরোধী দিবস উদযাপন কমিটির পক্ষ থেকে সোমবার ৯ অগাস্ট, খড়্গপুরের ডিভিসি জগন্নাথ মন্দির সংলগ্ন ময়দানে যুদ্ধ বিরোধী দিবস পালিত হল৷ এই কর্মসূচীতে কচিকাঁচাসহ এলাকার নাগরিকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো৷


অনুষ্ঠানের প্রারম্ভিক সংগীত পরিবেশন করেন ভারতীয় গণনাট্য সংঘের জণ-জাগরন কন্ঠ শাখার শিল্পীরা৷ যুদ্ধ বিরোধী আবৃত্তি পাঠ করেন কস্তুরী দাস৷ অতিথির আসন অলংঙ্কৃত করেন গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ মেদিনীপুর জেলার সম্পাদক কামারুজ্জামান, স্থানীয় পৌর প্রতিনিধি স্মৃতিকণা দেবনাথ ও বিশিষ্ঠ কবি অমিত দেব৷ সমগ্র অনুষ্ঠানের সভাপতিত করেন সংগঠনের সভাপতি সিদ্ধার্থ সরকার৷