Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

জেলার চিঠি- বাগজোলা খালের সংস্কারের প্রহশন প্রকল্প

জেলার চিঠি----------------------দেবলীনা রায়চৌধুরী ব্যানার্জী
বাগজোলা খালের সংস্কারের প্রহশন প্রকল্প।বৃষ্টি হলে জল জমবেই। কিন্তু কলকাতার বরাহনগরের নরেন্দ্রনগর স্থানটিতে বৃষ্টি না হলেও জলযন্ত্রণার শেষ নেই। একে তো স্থানটি তুলনামূলকভ…



 জেলার চিঠি

----------------------

দেবলীনা রায়চৌধুরী ব্যানার্জী


বাগজোলা খালের সংস্কারের প্রহশন প্রকল্প।

বৃষ্টি হলে জল জমবেই। কিন্তু কলকাতার বরাহনগরের নরেন্দ্রনগর স্থানটিতে বৃষ্টি না হলেও জলযন্ত্রণার শেষ নেই। একে তো স্থানটি তুলনামূলকভাবে নিচু তার উপর কামারহাটি, পানিহাটি, বেলঘরিয়ার জল সমস্যার উদ্ধারকার্যে সমস্ত জমা জল একটি রিসারভয়ারে জমা করে তা পাম্পের মাধ্যমে বাগজোলা খালে ফেলা হচ্ছে। এই খালের বিন্দুমাত্র নাব্যতা নেই তাই খাল উপচে নোংরা জমা জলে নরেন্দ্রনগর আজ ব্যপকভাবে ক্ষতিগ্রস্থ। সব জায়গায় জল নেমে গেলেও এখানকার অবস্থা শোচনীয়। বাগজোলা খালে পাইপ বসানোর কাজের জন্য জল নামার পথও বেশ বাঁধাপ্রাপ্ত। আজ 18 দিন হয়ে গেল, জল আর নামেনি। অন্য অঞ্চলের জল ক্রমাগত ড্রেন দিয়ে নরেন্দ্রনগরে ফেলা হচ্ছে এবং তাই স্থানটি  আজ তিন সপ্তাহ হলো অস্বাস্থ্যকর জলে প্লাবিত।


ক্ষোভ প্রকাশ করেছেন ,ড. গঙ্গোত্রী বসু দে,তমোঘ্ন ব্যানার্জি,বিকাশ সেনগুপ্ত,ডঃ শীতু দে প্রমুখরা।

প্রশাসন কেন চোখ কান বন্ধ করে বছরের পর বছর কাটাচ্ছেন জানি না। নব্য মেট্রো প্রজেক্ট, ডানকুনি - শিয়ালদহ রেলপথ, বি.টি. রোড, দিল্লি রোডের মতো "posh connection system" থাকলেও, রক্তমাংসের তৈরি মানুষের থাকা প্রায় অসম্ভব হয়ে আছে। জমা জল থেকে রোগ-জীবাণুর সংক্রমণের সম্ভাবনায়, বিশেষত বর্তমান, পরিস্থিতি আরও জটিল ও বিভ্রান্তিকর। অসন্তোষ স্থানীয় বাসিন্দাদের। ঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃ