Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

পরিপূর্ণতার মাঝে শূন্যতামোঃ রায়হান কাজী 03/08/2021-------------------------------------পরিপূর্ণতার মাঝে একরাশ শূন্যতা নিয়ে পথচলা, তীব্র দাবদাহে মরুর বুকে অনিশ্চিত গতিবিধি। অঙ্গখানা কী তার কাছে অমোঘ বিষয় স্পর্শে?সংজ্ঞা কেবলই সন্নি…

 


পরিপূর্ণতার মাঝে শূন্যতা

মোঃ রায়হান কাজী 

03/08/2021

-------------------------------------

পরিপূর্ণতার মাঝে একরাশ শূন্যতা নিয়ে পথচলা, 

তীব্র দাবদাহে মরুর বুকে অনিশ্চিত গতিবিধি। 

অঙ্গখানা কী তার কাছে অমোঘ বিষয় স্পর্শে?

সংজ্ঞা কেবলই সন্নিহিত মায়াবী উপমার জালে।

পাখিরা তাদের ডানা জোড়া মেলে পালক খসিয়ে 

ইচ্ছেমতো দেয় না উড়াল সূদুর প্রান্তের অন্বেষণে।

তবে তুমি কী শুধুই না না করো দিগন্তে উড়তে? 

নাকি স্বচ্ছ ভাবের প্রতিফলন ঘটিয়েছিলে মস্তিষ্কে।


বহুদিন বহুপথ অতিক্রম করেছি এই ধরনীতে, 

ঝড়ের কবলে পড়ে প্রতিটি মুহূর্ত মৃত্যুকে ডেকে।

হৃদয় জুড়ে উতপ্ত মরুভূমি এঁকে নিয়েছি পিঞ্জরে,

বলে ফেলো না আবার এখানেই জীবন আদিগন্ত ।

মরুভূমির এমন ঢেউ দেখে তুমি চিন্তিত কেন?

চারদিকের বিশলতার মাঝে শুধুই শূন্যতা দেখে।

পরিপূর্ণতার কথা নাইবা বললাম এই মুহূর্তে, 

প্রসারিত রন্ধ্রে সুগম্ভীর ভাবনাগুলো একান্ত মননে।


যেখানে আস্ত গিয়েছিলো ভোরের রবি পশ্চিমের দিগন্তে,

নেমে এসেছিলো নীল আকাশে হাজারো তারার ভিড়। 

জোছনার স্নিগ্ধ আলোয় মোহিত করেছিলে নিজেকে,

ভাবের স্বচ্ছ সম্ভাবনার দ্বার দিয়েছিলে খুলে। 

দুঃখ যন্ত্রণা উপদেষ্টা হয়ে মিলে গেছে যেন নীলের মাঝে,

বিস্তার বিন্যাসে জলরাশির সীমান্ত ছিঁড়ে বাঁধন হারা।

কেবলই সেইসব ছায়া হয়েছি দেখ দিশেহারা, 

তবুও ভাবি পরিপূর্ণতার মাঝেই যেন একরাশ শূন্যতা।