Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

রাতের পাহাড়েসুদীপা25/08/2021
নির্জন পাহাড়ে সন্ধ্যা নামছে,ঘন কুয়াশার চাদরে নিজেকেধীরে ধীরে ঢাকছে পাহাড়।পাহাড় এখন অন্য চরিত্রে।জাগবে রাতে পাহাড়ের দখলদার।একটু একটু করে শাল-পাইনেশুরু হবে সান্ধ্যকালীন গান।তীব্র বেদনা কাতরোক্তি মিশবে।সা…



রাতের পাহাড়ে

সুদীপা

25/08/2021


নির্জন পাহাড়ে সন্ধ্যা নামছে,

ঘন কুয়াশার চাদরে নিজেকে

ধীরে ধীরে ঢাকছে পাহাড়।

পাহাড় এখন অন্য চরিত্রে।

জাগবে রাতে পাহাড়ের দখলদার।

একটু একটু করে শাল-পাইনে

শুরু হবে সান্ধ্যকালীন গান।

তীব্র বেদনা কাতরোক্তি মিশবে।

সারাদিনের হাসিখুশি চেহারাটা বদলাবে।

সাজবে ,এক নিশিথিনীর সাজে।

অন্ধকারে জ্বলবে একটি দুটি

লোভী কামুক জলজ্বল চোখ।

পাহাড় আর নয় শান্তিকামী,

তার শিরায় কন্দরে হিংসা,

আদিম, হিংস্র,অন্য খিদের।

খুব নির্জনতার মাঝেও বাজবে

অন্যসূরে পাহাড়ের নিজস্ব গীত।

কুয়াশারা জমবে বিন্দু বিন্দু,

পাথরের নীরবতার কারণ জানতে,

কানাকানি হবে কিছু কথা,

তুষারও পাবেনা যা শুনতে।

আকাশ নেমে আসে ভোররাতে

শিখরের খুব কাছাকাছি চুপিসারে,

একমুঠো সোনার রেণু উপহারে

ভালোবেসে দিতে চায় পাহাড়ে।

 ঊষা, গোধূলির সময় পলকের

ক্ষণেকের তরে পাহাড় ছুঁয়ে

দিবসে একরূপ ,রাতে অচেনা

পাহাড়ে গল্প-কবিতা যায় রয়ে।