Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

দৈনিক কবিতা প্রতিযোগিতাশ্রদ্ধাঞ্জলি শহীদ ক্ষুদিরামের বলিদান দিবসেশিরোনাম - সে অকুতোভয়কলমে- বিশ্বজিৎ পোদ্দারতারিখ - ১১/৮/২১শেক্সপিয়ারীয় সনেট (৮ + ৬)
বারিদের সাথে ভেসে না ফেরার দেশে,হেমচন্দ্ৰ  শিষ্য  প্রিয়  মননে সে বীর,অপরূপা বসে ঠ…

 


দৈনিক কবিতা প্রতিযোগিতা

শ্রদ্ধাঞ্জলি শহীদ ক্ষুদিরামের বলিদান দিবসে

শিরোনাম - সে অকুতোভয়

কলমে- বিশ্বজিৎ পোদ্দার

তারিখ - ১১/৮/২১

শেক্সপিয়ারীয় সনেট (৮ + ৬)


বারিদের সাথে ভেসে না ফেরার দেশে,

হেমচন্দ্ৰ  শিষ্য  প্রিয়  মননে সে বীর,

অপরূপা বসে ঠায়    অন্নে অশ্রু মেশে,

অগ্নিযুগের ঊষাতে   মগ্ন সৌম্য ধীর।


ক্ষুদে কেনা তমলুক  কাঁদে অবিরাম,

এ সূর্য বড় করুণ      শহীদের গান।

অষ্টাদশে পরিণতি    বেদী মাঝে নাম,

স্বাধীনতা যূপকাষ্ঠে   সে জীবন দান।


বালকের মন চলে বিদায়ের তরে,

রাজছত্র কম্পমান নাহি মৃত্যুভয়।

দিনেকের স্বর্গসুখ  মাতৃনাম স্বরে,

ফাঁসিকাঠে ধাবমান সে অকুতোভয়।


নাম তার ক্ষুদিরাম  শেষ সাজে আজ,

বলিদান এ প্রভাতে টলে গোরা রাজ।