Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

ফেলে আসা অতীতগৌতম সোম11/08/2021
আমার ভাবতে ভাবতে মনে হয়েছেতোর বিচ্ছেদের কথা নয়--তোর অবহেলার কথা,  আমার চলতে চলতে মনে হয়েছে--তোর দূরে সরে থাকবার কথা নয়তোর আমাকে দেখে অপরিচিতহয়ে থাকবার কথা,   আমার অন্যের প্রতি দৃষ্টি দিতে দিতেমনে হয়…

 


ফেলে আসা অতীত

গৌতম সোম

11/08/2021


আমার ভাবতে ভাবতে মনে হয়েছে

তোর বিচ্ছেদের কথা নয়--

তোর অবহেলার কথা,  

আমার চলতে চলতে মনে হয়েছে--

তোর দূরে সরে থাকবার কথা নয়

তোর আমাকে দেখে অপরিচিত

হয়ে থাকবার কথা,   

আমার অন্যের প্রতি দৃষ্টি দিতে দিতে

মনে হয়েছে-- তোর আমার দিকে

একদৃষ্টে তাকানোর কথা নয়

তোর আমাকে দেখেও

না দেখবার অভিনয়ের কথা,   

আমার বৃষ্টিতে ভিজতে ভিজতে

মনে হয়েছে-- তোর প্রথম বর্ষা বরণের কথা নয় তোর অন্য পুরুষ মানুষের পাশে বসে তাকে শ্রাবনের গান শোনাবার কথা,    

আমার স্মৃতিচারণ করতে করতে

মনে হয়েছে--   তোর মুখের ভালোবাসার

সেই আবেগ ভরা কথা নয়,

অর্থের কারণে অন্য মানুষের প্রতি

তোর আকর্ষিত হওয়ার কথা,  

আমার অন্যকে আইসক্রিম খেতে

দেখতে দেখতে মনে হয়েছে-- আমার কাছে

তোর আইসক্রিম খাবার আবদারের কথা নয় ঝগড়া করে দামি আইসক্রিম

রাস্তায় ফেলে দেবার কথা,   

আমার একা একা রাত যাপন করতে করতে মনে হয়েছে-- তোর আমাকে আদর করবার

কথা নয় তোর বিছানা ছেড়ে অকারণে রাতদুপুরে রাস্তায় বের হয়ে যাবার কথা,                                                                    আমার কি লাভ ভুল স্মৃতির এইসব জ্বালাময়ী সংলাপ বুকে আঁকড়ে রেখে,   

আমার যে আজও মরীচিকার জাল বুনতে বুনতে মনে পড়ে তোর ছুড়ে দেয়া আঘাত অপবাদ অপমান আর সেইসব দিনের টুকরো টুকরো হৃদয় কাঁপানো ব্যথা ,

আমার আজও ভীষণ কষ্ট হয় যখন দেখতাম তোর মুখের হাসির কারণ আমি নই অন্য কোন মনুষ্য প্রজাতির মাথা ll

                       ***Shome@advo***