Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

অনুরোধ এ'সময়       মনোজ কুমার রথ (24-08-2021)--------------------------------------------------------
মৌনব্রত ভেঙে ফেলো;সত্যব্রত মিথ্যের বেসাতি করছে,প্রতি মূহুর্তে বিষ ঢেলে দিচ্ছে গন্যমান্য অমৃতলাল;আমাদের গ্রামটা ক্রমেই নীল হয়…

 


অনুরোধ এ'সময়

       মনোজ কুমার রথ (24-08-2021)

--------------------------------------------------------


মৌনব্রত ভেঙে ফেলো;

সত্যব্রত মিথ্যের বেসাতি করছে,

প্রতি মূহুর্তে বিষ ঢেলে দিচ্ছে গন্যমান্য অমৃতলাল;

আমাদের গ্রামটা ক্রমেই নীল হয়ে যাচ্ছে...

তোমাদের শহরটাও!  


আমায় একটা গ্রাম খুঁজে দেবে...

একটা শহর?

পঞ্জরাস্হিতে ঘুন পোকা!

স্বস্তিতে শ্বাস নেবো,

মস্তিতে চিলেকোঠায় দাঁড়িয়ে পায়রা উড়াবো,

অস্হিচর্মের ভেতর জাগ্রত

এক একটা সার্থকনামা সত্যব্রত-অমৃতলালের হৃদয়।

   

আমায় একটু মাটি দেবে...

একচিলতে নিজস্ব ভূমি?

দেরি নয় আর;

অনেকগুলো বীজ গচ্ছিত রেখেছি,

বুকের ভেতর অনেক পুকুর জল জমানো আছে,

চালের বিনিময়ে কিনে এনেছি কিছু জৈব সার...


উত্তর দাও,

মৌন থাকার সময় এটা নয়।

একটা গ্রাম দাও,শহর দাও,মাটি দাও,ভূমি দাও-

একটা তেমন কবিতা দাও......

নয়তো নিজে নীলকন্ঠ হও। 


কবি,

তুমিই নাও আমার গ্রাম আর-

ওদের শহর রক্ষার ভার।


                                ***   ***

                                 ম.কু.র.     (৭ ভাদ্র,১৪২৮)