#বিভাগ_কবিতা...
#নীরবতার_আয়ু
মনিকান্ত । ২৪/০৮/২০২১=====================================
এখন আর আয়নার সামনে আসি না সেভাবে --
সামনে এসে দাঁড়ালেইচোখের পাশে কেমন যেন ভীড় করে আসে চোরা স্রোত আরোও স্পষ্ট হয়ে ওঠ…
#বিভাগ_কবিতা...
#নীরবতার_আয়ু
মনিকান্ত । ২৪/০৮/২০২১
=====================================
এখন আর আয়নার সামনে আসি না সেভাবে --
সামনে এসে দাঁড়ালেই
চোখের পাশে কেমন যেন ভীড় করে আসে চোরা স্রোত
আরোও স্পষ্ট হয়ে ওঠে চড়া রঙে ঢেকে রাখা দেওয়ালের ক্ষত,
অদৃশ্য প্রহর অকারণ মেপে নেয় নীরবতার আয়ু
কিছু ঘাম অজান্তেই ছুঁয়ে যায় অসহায় চিবুক,
তারপর ফিরে আসা দরজায় জমা হয় অব্যক্ত শোক
মিশে যায় উদ্বায়ী অতীত ও নিথর বর্তমান, তাই --
আয়নার সামনে দাঁড়ানো হয় না আর -
আসলে নিজেই হয়তো চিনতে ভুলে গেছি নিজেকে ।
/////////////////////////////