Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

#পঞ্চবান_কাব্যমালা✍️--স্নেহাশিস পালিত ১৯-০৮-২০২১
(১)#গতিপথেসময়টা কখন যেন থমকে গেছে...বিশ্বাস-অবিশ্বাসের দ্বন্দ্ব চোখে নিয়ে -আগামীর পথ চলা ব্যস্ততা মেপে।অগোছালো জীবনের ধূলো জমা আরশিতে অস্পষ্ট প্রতিবিম্ব হাসে বিদ্রুপের হাসি! 
(২)#অগত…

 


#পঞ্চবান_কাব্যমালা

✍️--স্নেহাশিস পালিত 

১৯-০৮-২০২১


(১)

#গতিপথে

সময়টা কখন যেন থমকে গেছে...

বিশ্বাস-অবিশ্বাসের দ্বন্দ্ব চোখে নিয়ে -

আগামীর পথ চলা ব্যস্ততা মেপে।

অগোছালো জীবনের ধূলো জমা আরশিতে 

অস্পষ্ট প্রতিবিম্ব হাসে বিদ্রুপের হাসি! 


(২)

#অগত্যা

বাগিচায় হাজারো ফুল, দৃষ্টি নন্দন...

মিশ্র সৌরভের আকর্ষণে ভ্রমর আসে,

দিগ্ভ্রান্ত সঠিক সৌরভ খুঁজে নিতে।

অগত্যা বসে কোন এক ফুলের উপর -

দুধের স্বাদ ঘোলে মেটায় বাধ্য হয়ে!


(৩)

 #গরমিল

যে বসন্ত দিয়েছিল রঙের প্রতিশ্রুতি,

হয়তো আবেগে, সাতপাঁচ না ভেবে...

কোকিলের কুহুতানে ছিল শুধুই কৃত্রিমতা,

পলাশ সেজেছিল বর্ণচোরা আপন খেয়ালে ---

প্রকৃতিকে ফাঁকি দিয়ে ছলনার আশ্রয়ে!


স্থান - বেলঘরিয়া, কোলকাতা/১৮-০৮-২০২১

স্বত্ব সংরক্ষিত@স্নেহাশিস পালিত