Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

#বিষয়_ক্ষুদিরাম #বিভাগ_কবিতা #শিরোনাম_আত্মবলিদান#লিখনে_বীরেন_আচার্য্য #১০ই_আগষ্ট_২০২১ 
আত্মবলিদান ----------------দেশের জন‍্য বলি প্রদত্ত যে কিশোর প্রাণ একমুঠো ক্ষুদ দিয়ে কেনা নাম ক্ষুদিরাম ; সুকান্তের ভাষায় দুঃসহ আঠারোর বৈশাখী ঝঞ…

 


#বিষয়_ক্ষুদিরাম 

#বিভাগ_কবিতা 

#শিরোনাম_আত্মবলিদান

#লিখনে_বীরেন_আচার্য্য 

#১০ই_আগষ্ট_২০২১ 


আত্মবলিদান 

----------------

দেশের জন‍্য বলি প্রদত্ত যে কিশোর প্রাণ 

একমুঠো ক্ষুদ দিয়ে কেনা নাম ক্ষুদিরাম ; 

সুকান্তের ভাষায় দুঃসহ আঠারোর বৈশাখী ঝঞ্ঝা 

নাড়িয়ে দিয়েছিল দীর্ঘ শাসনের বৃটিশ ভিত।

বড় সাদা মাটা ছেলে,দু চোখে অগ্নিস্ফুলিঙ্গ;

ফাঁসির মঞ্চে গেয়ে গেল জীবনের জয়গান-

" একবার বিদায় দে মা ঘুরে আসি 

হাসি হাসি পরবো ফাঁসি দেখবে ভারতবাসী"।

কবি সুকান্তও কেশে কেশে বুকের রক্তে 

সেবানিকেতনের সাদা চাদর রক্তে লাল করে 

বলেছিল -কমরেড গণেশ ! ঐ দেখ পুবদিক 

লাল, স্বাধীনতা আসছে ; দেখ দেখ - 

ক্ষুদিরাম হাসছে, হাসছে বিনয়-বাদল-দীনেশ; 

মাতঙ্গিনী দিচ্ছে জয়ধ্বনি- বন্দেমাতরম। 

আজ সেই আত্মবলিদানের দিন- 

আঠারোর মৃত‍্যু দিয়ে কি জাগবে না আঠারো 

নতুন করে কতিপয়ের হাতে বন্দী স্বাধীনতার 

মুক্তির অঙ্গীকারে? অন্ততঃ ক্ষুদিরাম বলুক 

স্বাধীনতা আছে, স্বাধীনতা আছে - স্বপ্নের ড্রয়িংরুমে নয়;খেটে খাওয়া মেহনতি মানুষের মাঝে।

             -----------×----------