Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

একটু বলিসেন্টু রঞ্জন চক্রবর্তী(আগরতলা ১০/০৮/২০২১)
দুয়ারে দাঁড়ায়ে থাকিঅপলক দৃষ্টি রাখিচাহিয়া থাকিবে সেদিন আকাশের দিকে,গ্রহ -তারা, রবী -শশীবিরহের কান্নাহাসিসমস্ত স্মৃতি কথা হয়ে যাবে ফিকে  |
অন্দর অলিন্দে তুমিখুঁজিবে কোথা আমিএথা নাই হ…

 


একটু বলি

সেন্টু রঞ্জন চক্রবর্তী

(আগরতলা ১০/০৮/২০২১)


দুয়ারে দাঁড়ায়ে থাকি

অপলক দৃষ্টি রাখি

চাহিয়া থাকিবে সেদিন আকাশের দিকে,

গ্রহ -তারা, রবী -শশী

বিরহের কান্নাহাসি

সমস্ত স্মৃতি কথা হয়ে যাবে ফিকে  |


অন্দর অলিন্দে তুমি

খুঁজিবে কোথা আমি

এথা নাই হেথা নাই অদৃশ্য আঁধারে,

দখিনা বাতাস এসে

উতাল আউলা বেশে

কাঁদিয়া ফিরিয়া যাবে,

না পেয়ে আমারে  |


অন্তরে অনন্ত কষ্ট

ধূপে জ্বলিবে স্পষ্ট

না বলা ব্যথার বেদন -

রহি রহি হায়!

আমি নাই আমি নাই

মর্মন্তদ কষ্টের ছাই 

কে যেনো উড়ায় বিশাল শুণ্যতায় |


চারিপাশে সবি আছে

মিলেনা দেখা, যে গেছে

রিক্তের বেদন বুকে বয়ে যাবে নদী,

সমুদ্র ডাকিয়া তারে 

টানিবে দু' হাত ধরে

তরঙ্গে তাড়িত ধারা বহিবে নিরবধি  |


সান্ত্বনার খানিক শান্তি

থমকে দাঁড়াবে ক্লান্তি

শ্রান্তি নাই শ্রান্তি নাই শুধু মরীচিকা।

আমরা সকলে ভুলে

এ বিশাল আকাশ তলে 

অহেতুক বৃথাই সবে দেই রাজটিকা  |