Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

বিভাগ - কবিতাশিরোনাম-- "এখনও অনেকটা পথ " কলমে-সূর্যকন্যা তপতী (তপতী দাস)তারিখ -২০/০৮/২০২১1:44 PM""""""""""""""""""""&qu…

 


বিভাগ - কবিতা

শিরোনাম-- "এখনও অনেকটা পথ " 

কলমে-সূর্যকন্যা তপতী (তপতী দাস)

তারিখ -২০/০৮/২০২১

1:44 PM

"""""""""""""""""""""""""""""""""""""""""""""

এখনও অনেকটা পথ চলতে হবে 

যদিও চলা শুরু করেছিলাম দু'জনে এক সাথে 

পুরুষ সূর্যটা সব জানে--

অবলা চন্দ্রমা রাতের আঁধারে 

না বলতে পারা কথা গুলিকে

ঘনকৃষ্ণ নীল আঁধার আকাশে লুকিয়ে রাখে 

শুধু সেই মেয়ে আপেল গাছটি

বুড়ি ধরিত্রীর বুকে

একাকী দাঁড়িয়ে ভাবে--

তার ফল তো ওরা দু'জনেই খেয়েছে এক সাথে

তবে কেন আদম এগিয়ে চলে

ঈভ্ কে পায়ে মাড়িয়ে

পেছনে ঠেলে ফেলে--?

শিরশির করে ওঠে প্রতিবাদী নারী মন

পাতায় পাতায় ডালে ডালে 

প্রতিবাদের আলোড়ন তুলে

সেই মেয়ে আপেল গাছটি বলে দীপ্ত স্বরে    

' উঠে দাঁড়াও ঈভ্ -- ভয় পেয় না ওদের কে

তুমি ছাড়া ওরা ওদের পৌরুষ দেখাবে কাকে ,?'

বুড়ি ধরিত্রীটা সেই কথা শুনে 

খুশি হয়ে মাথা নেড়ে হাসে 

দুলে ওঠে-- ফুলে ওঠে আসমুদ্র হিমাচল 

মেঘের আড়াল থেকে চন্দ্রমা বেরিয়ে আসে 

মিছিলের ভিড়ে আদমদের সাথে পা ফেলে ফেলে 

ঈভ্ এগিয়ে চলে পতাকা হাতে 

পাল্লা দিয়ে চলতে চলতে 

ক্লান্ত পরিশ্রান্ত আদম বলে

কত দূর---- আর কত দূর---!!

হাসে ঈভ্, বলে মেনে নাও 

আমরাও নই কিছু কম----।

"""""""""""""""""""""""""""""""""""""""""""""

সূর্যকন্যা তপতী