Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সময়ের পথে পথে // দে বা শী ষ 
হাজার পথের রুজি বেছে নেয় কোন পথের খিদে ?সব পথই ক্লান্ত হয়ে আসে লোভে আর জেদে।
সব হিসেবেও পরওয়ানা নেই, আবেগজনক ভাব ;সুদ -আসলেই জীবন গ্যাছে , বিলাস বুকে ঝাঁপ।
না হোক রুচি, হোক্না যেমন সাজ, পোষাক বোঝায় পরিচ…



সময়ের পথে পথে // দে বা শী ষ 


হাজার পথের রুজি বেছে নেয় কোন পথের খিদে ?

সব পথই ক্লান্ত হয়ে আসে লোভে আর জেদে।


সব হিসেবেও পরওয়ানা নেই, আবেগজনক ভাব ;

সুদ -আসলেই জীবন গ্যাছে , বিলাস বুকে ঝাঁপ।


না হোক রুচি, হোক্না যেমন সাজ, 

পোষাক বোঝায় পরিচিতি - আত্মা চেনায় কাজ।


বর্ষা মুখর ধারার মতো আছড়ে পড়া যেমন তেমন,

নীচে নামার রাস্তা সহজ - এগিয়ে চলাই আসল জীবন।


মুক্তি খুঁজে স্রোতে ভাসা - নিজের ঘরে বিপন্নতা ;

ঈর্ষা পোড়ায় - নষ্ট করে সব কবিতা।


সন্ধানে হোক সেবার ধরণ - বিমুখ হওয়া সময় ভুলে ;

বোধই আসল বিশ্ব জুড়ে, জড়িয়ে রাখো দুহাত তুলে।