Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

জানোসুদীপা17/08/2021
ধরো, একটা খোলা আকাশ,ক্যানভাস করে দিলাম উপহারে।কি ছবি আঁকা হবে?ধরো ,নদী দিলাম পুরোটাযেতে চাইবে গতিপথ ধরে?বা,পাইন গাছের জঙ্গলেসূর্যটা ডুবছে একটু করে,আর এক পাহাড় থেকেআমি দেখছি অবিরাম তাকে।তুমি তখন কি করছিলে?আর ব…

 



জানো

সুদীপা

17/08/2021


ধরো, একটা খোলা আকাশ,

ক্যানভাস করে দিলাম উপহারে।

কি ছবি আঁকা হবে?

ধরো ,নদী দিলাম পুরোটা

যেতে চাইবে গতিপথ ধরে?

বা,পাইন গাছের জঙ্গলে

সূর্যটা ডুবছে একটু করে,

আর এক পাহাড় থেকে

আমি দেখছি অবিরাম তাকে।

তুমি তখন কি করছিলে?

আর বিস্মিত হয়ে চেয়েছিলাম

গভীর সমুদ্রের নীচের বাগানে

কোরালের পরিবারে হাজার অঙ্গসঞ্চালনে,

চুপ করে ওখানেই বসবে?

জানো,ওরা তোমাকে বুঝবে।

চাঁদের আলো মেখে ভাত,

খাচ্ছিল কাছাকাছি বসা চার-হাত

আমি অন্ধকারে মিশে দেখেছিলাম,

হয়ত তেল নেই ঘরে,

কুপি বা প্রদীপ জ্বালানোর তরে

তবু ,ভাতে প্রেম মিশে ছিল।

নাকি আমারই মনে হলো?

আসলে আমার দোষ নেই,

মাথায় অল্প ছিট ছিলো।

বয়স বাড়ার সাথে সাথে

তারা অদ্ভুত আবদার জানালো।

কেটে কুটে ছেঁটে ছুঁটে

সুন্দর পোশাকের আকার চাইলো।

ভাবনা গুলো তাই গোছাই

ইচ্ছে গুলোকে রোজ সাজাই।

পড়ন্ত বিকেলে নদীর জলে,

সূর্য যখন আবীর গোলে

 অন্য মানুষ হয়ে যাই।

যার স্বপ্ন অনেক গুলো

কখনো বৃষ্টি তে ভেজা

কখনো পাহাড়ী ঝর্ণা মনভুলো।

কখনো চা বাগানে থাকবো,

চা-পাতায় শিশির জমা দেখবো।

কখনো ছুটবো নির্জন রাস্তায়,

ফুল দেখবো,ফুটেছে আগাছায়

যদি চাও ,সঙ্গে নেবো

পাগলামী গুলোকে প্রশ্রয় দেবো।