জাগতিক সুখ *
©শ্বেতা ব্যানার্জী
যেমন গরম কাল গাছেদের কাটে,বর্ষায় এসে আবিষ্কার করে সুখ।যে সুখে সিলমোহর দূরত্বের --শুধু ব্যথার বিয়োগে কিছু পতঙ্গভুক।
অথচ কত সহজ ছিল হৃদয়ের ঘ্রাণ,মাটি তো শুষে নেয় বৃষ্টির দান।উড়ে গাংচিল শ্বাসরোধী সময় ক…
জাগতিক সুখ *
©শ্বেতা ব্যানার্জী
যেমন গরম কাল গাছেদের কাটে,
বর্ষায় এসে আবিষ্কার করে সুখ।
যে সুখে সিলমোহর দূরত্বের --
শুধু ব্যথার বিয়োগে কিছু পতঙ্গভুক।
অথচ কত সহজ ছিল হৃদয়ের ঘ্রাণ,
মাটি তো শুষে নেয় বৃষ্টির দান।
উড়ে গাংচিল শ্বাসরোধী সময় কে বুকে নিয়ে
ডানা নেড়ে খুঁজে চলে স্বাধীন পরিত্রাণ।
'সময় কে বাজি রেখে সময় হারিয়েছি'
জমে থাকা সুখগুলো ব্যথা হয়ে ফোটে,
ব্যর্থ আকাঙ্ক্ষায় জোয়ার-ভাটাতে হাত রাখি,
স্বপ্নে চন্দ্রকলা পূর্ণিমা'র চাঁদ হয়ে ওঠে।
ভিজে যায় সন্ধ্যাগুলো, ভেজে ব্যাকুলতা,
সকালে সূর্যের ঘরে থাকেনা চালডাল।
তবুও পৃথিবীর ক্ষত মুছে দিয়ে --
আনবো ফসলের ঘরে ঋতুমতী সকাল।