Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মেদিনীপুরের রবীন্দ্র নিলয়ে ২২শে শ্রাবণ উদযাপন

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর..... মেদিনীপুর শহরের সাংস্কৃতিক চর্চার অন্যতম প্রতিষ্ঠান রবীন্দ্র নিলয়ে,রবীন্দ্র স্মৃতি সমিতির উদ্যোগে রবিবার সকালে কোভিড বিধি মেনে কবিগুরুর প্রয়াণ দিবস ২২ শ্রাবণ উপলক্ষ্যে কবি প্রনাম অনুষ্ঠান অনুষ্ঠ…

 


নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর..... মেদিনীপুর শহরের সাংস্কৃতিক চর্চার অন্যতম প্রতিষ্ঠান রবীন্দ্র নিলয়ে,রবীন্দ্র স্মৃতি সমিতির উদ্যোগে রবিবার সকালে কোভিড বিধি মেনে কবিগুরুর প্রয়াণ দিবস ২২ শ্রাবণ উপলক্ষ্যে কবি প্রনাম অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । কবিগুরুর মর্মর মূর্তিতে মাল্যদান, সংক্ষিপ্ত আলোচনা ,সমবেত সঙ্গীতের মধ্য দিয়ে কবিকে স্মরণ করা হয়। সবুজায়নের বার্তা দিতে অনুষ্ঠিত হয় চারাগাছ রোপণ কর্মসূচি। পাশাপাশি এদিন অবনীন্দ্রনাথ ঠাকুরের ১৫০ তম জন্মদিবস উপলক্ষ্যে তাঁকে স্মরণ করে তাঁর প্রতিকৃতিতে মাল্যদান করা হয়।অন্যদিকে রবীন্দ্র নিলয় চত্বরে অবস্থিত হেমন্ত মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতেও মাল্যদান করা হয়।


উপস্থিত ছিলেন রবীন্দ্র স্মৃতি সমিতির সাধারণ সম্পাদক লক্ষ্মণ চন্দ্র ওঝা, সভাপতি জগবন্ধু অধিকারী, জয়ন্ত সাহা, অমিয় পাল, অঞ্জন শিকদার,বিদ্যুৎ পাল, সোমা চট্টরাজ,সুতৃপ্তা মন্ডল,অমিত কুমার দাস, দীপক বসু,সুদীপ মাইতি, সুজিত কুমার দে, বিশ্ব‌দেব সিংহ,তাপস মান্না,পরেশ দাস,ড.শান্তনু পান্ডা প্রমুখ । এছাড়াও পশ্চিম মেদিনীপুর শহর জুড়ে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে কবিগুরুর মহাপ্রয়াণ দিবস পালিত হয়।