Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনশিরোনামঃনিশি পঙ্খী হলেমকলমেঃশামসুন নাহার। ২৩/৮/২১
তোর বিরহে বন্ধু আমিনিশিপঙ্খী হলেম।কাঁদি আমি রাত্রি জেগেকেউ দেখেনা কান্না আমার, জীবনে কি পেলেম!
তোর সাথে হইনি যেটা সেটা হলো প্রেম।দিন বদলের পালায়,ভেসে রঙীন ভেলায়।য…

 


সৃষ্টি সাহিত্য যাপন

শিরোনামঃনিশি পঙ্খী হলেম

কলমেঃশামসুন নাহার। 

২৩/৮/২১


তোর বিরহে বন্ধু আমি

নিশিপঙ্খী হলেম।

কাঁদি আমি রাত্রি জেগে

কেউ দেখেনা কান্না আমার,

 জীবনে কি পেলেম!


তোর সাথে হইনি যেটা 

সেটা হলো প্রেম।

দিন বদলের পালায়,

ভেসে রঙীন ভেলায়।

যুগ যুগান্তরে আমি তা জানলেম!


কুসুম কুসুম ভালবাসা

রূপালী স্বপ্ন মিষ্টি আশা কিছু কি পেলেম?

বৃষ্টি স্নাত আবেগ , কাশফুল, 

গোঁধূলীবেলা,,চিঠি,মালা,পুতুল

সবই আমি তোকে দিয়েছিলেম! 


বন্ধুরে তুই কখনোই ছিলিনা আমার

সে কথা বুঝতে চায়নি অবুঝ মন।

তোর অবহেলা ধোঁকায়  অন্ধ ছিলেম অনুক্ষন!

তবুও আমি তোকেই বন্ধু,

 সোনার শিকলে বাঁধতে চেয়েছিলেম!


আজ আমি রিক্ত, নিঃস্ব,ক্লান্ত,বিষন্ন

এই জীবন কেন মোর হলোরে এমন

,জানতে চায় মোর অবুঝ মন।

মোবাইল  আমার সুখ সর্বস্ব নিলো কি কেড়ে?

বলনা একবার মোরে ও বন্ধুরে,

আমি কি তোর এতোই অযোগ্য ছিলেম?