সৃষ্টি সাহিত্য যাপন
( এক ব্যাচমেটের জন্মদিন উপলক্ষ্যেলেখা )
উঠবে নিজেই শিখবে তখন
ডাঃ কেশব মণ্ডল (হঠাৎ-কবি)(২৬।০৮।২১)
উদাস মনে চেয়ে দেখি হাস্যরোলে শিশুর দলনেচেগেয়ে খেলছে ওরাখিলখিলিয়ে শতদল।ডানপিটে এক বন্ধু হঠাৎ করছে দেখি ছটফটানিউল্টে প…
সৃষ্টি সাহিত্য যাপন
( এক ব্যাচমেটের জন্মদিন উপলক্ষ্যে
লেখা )
উঠবে নিজেই
শিখবে তখন
ডাঃ কেশব মণ্ডল (হঠাৎ-কবি)
(২৬।০৮।২১)
উদাস মনে চেয়ে দেখি
হাস্যরোলে শিশুর দল
নেচেগেয়ে খেলছে ওরা
খিলখিলিয়ে শতদল।
ডানপিটে এক বন্ধু হঠাৎ
করছে দেখি ছটফটানি
উল্টে প’ড়ে খেলতে গিয়ে
কাঁদছে ব্যথায় কটকটানি।
দৌড়ে যেতেই বললো সে যে
না না আমায় ধরবে না
লাগে লাগুক যতই ব্যথা
আমায় মদত করবে না।
ঠাম্মা বলে নিজেই দাঁড়াও
চলতে গিয়ে পড়বে যখন
মাটি ধরেই উঠবে আবার
আসল শিক্ষা হবে তখন।
এই না ব’লে ব্যথায় কাতর
নাদুসনুদুস দুস রাণী
উঠলো ঠেলে কষ্টে অতি
বিলিয়ে তাহার ঠাম্মা-বাণী।
জন্মদিন সতত সুখের
আমাদের ‘দুস রাণী’ (ডাঃ ডুস)
…………………..