কিশোরকুমারের জন্মজয়ন্তীতে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি শহরের কিশোরনগর শচীন্দ্র শিক্ষা সদনের সপ্তম শ্রেণির ছাত্রী ঈশিতা গিরির শ্রদ্ধা নিবেদন মাউথঅরগ্যান বাজানোর মাধ্যমে। পড়াশোনার পাশাপাশি ঈশিতা অঙ্কন , আবৃত্তি , গান করতে ভালোবা…
কিশোরকুমারের জন্মজয়ন্তীতে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি শহরের কিশোরনগর শচীন্দ্র শিক্ষা সদনের সপ্তম শ্রেণির ছাত্রী ঈশিতা গিরির শ্রদ্ধা নিবেদন মাউথঅরগ্যান বাজানোর মাধ্যমে। পড়াশোনার পাশাপাশি ঈশিতা অঙ্কন , আবৃত্তি , গান করতে ভালোবাসে। এছাড়াও গিটার , তবলা বাজানোতেও আগ্রহী। পরম করুণাময় ঈশ্বরের কৃপায় বাবা-মা , গুরুজন, শুভানুধ্যায়ী, আত্মীয় - পরিজন ; সবার আশীর্বাদ ও ভালোবাসায় ঈশিতা পড়াশোনার পাশাপাশি এগুলোকে নিয়ে অনেক দূর এগিয়ে যেতে চায়।