Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কিশোর কুমারকে মাউথ অর্গানে শ্রদ্ধাঞ্জলি ঈশিতার

কিশোরকুমারের  জন্মজয়ন্তীতে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি শহরের কিশোরনগর শচীন্দ্র শিক্ষা সদনের সপ্তম শ্রেণির ছাত্রী ঈশিতা গিরির শ্রদ্ধা নিবেদন মাউথঅরগ‍্যান বাজানোর মাধ‍্যমে। পড়াশোনার পাশাপাশি ঈশিতা অঙ্কন , আবৃত্তি , গান  করতে ভালোবা…

 


কিশোরকুমারের  জন্মজয়ন্তীতে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি শহরের কিশোরনগর শচীন্দ্র শিক্ষা সদনের সপ্তম শ্রেণির ছাত্রী ঈশিতা গিরির শ্রদ্ধা নিবেদন মাউথঅরগ‍্যান বাজানোর মাধ‍্যমে। পড়াশোনার পাশাপাশি ঈশিতা অঙ্কন , আবৃত্তি , গান  করতে ভালোবাসে। এছাড়াও গিটার , তবলা বাজানোতেও আগ্রহী। পরম করুণাময় ঈশ্বরের কৃপায় বাবা-মা , গুরুজন, শুভানুধ্যায়ী, আত্মীয় - পরিজন ; সবার আশীর্বাদ ও ভালোবাসায় ঈশিতা পড়াশোনার পাশাপাশি এগুলোকে নিয়ে অনেক দূর এগিয়ে যেতে চায়।