রবিবার বিকেলে বিদ্যাসাগর হলের মুক্ত প্রাঙ্গণে বিশ্বকবির প্রয়াণ দিবস পালন করলো মেদিনীপুরের তরুণ কবিরা ও মিডনাপুর সাইক্লারস্ ক্লাবের সদস্যরা। ঘরোয়া এই অনুষ্ঠানটি পরিচালনা করেন তরুণ কবি অভিনন্দন মুখোপাধ্যায়। উদ্ধোধনী সঙ্গীত পরিবে…
রবিবার বিকেলে বিদ্যাসাগর হলের মুক্ত প্রাঙ্গণে বিশ্বকবির প্রয়াণ দিবস পালন করলো মেদিনীপুরের তরুণ কবিরা ও মিডনাপুর সাইক্লারস্ ক্লাবের সদস্যরা। ঘরোয়া এই অনুষ্ঠানটি পরিচালনা করেন তরুণ কবি অভিনন্দন মুখোপাধ্যায়। উদ্ধোধনী সঙ্গীত পরিবেশন করেন শিল্পী শ্রাবণী ফৌজদার, নৃত্য পরিবেশন করেন নৃত্যশিল্পী রিমা কর্মকার ও সুমনা ভট্টাচার্য। রবীন্দ্রনাথ সম্পর্কে বক্তব্য রাখেন কবি সিদ্ধার্থ সাঁতরা, নিসর্গ নির্যাস, নবনীতা মিশ্র, মনিকাঞ্চন রায়, নরসিংহ দাস। উপস্থিত ছিলেন নবনীতা বোস, মুস্তাফিজুর রহমান নীলদীপ মিশ্র প্রমুখ। 'কবিশেখর' নামে একটি পুস্তক প্রকাশিত হয় এই অনুষ্ঠানে।