Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বন্যপ্রাণ সচেতনতা শিবির ও শিশুদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর.:."বাঁচবে ওরা , বাঁচাবো মোরা" এই স্লোগানকে সার্থক করার লক্ষ্যে এবং বিশ্ব হাতি দিবসকে সামনে রেখে স্বেচ্ছাসেবী সংগঠন "শের "- উদ্যোগে, বনদপ্তরের ব্যবস্থাপনায় এবং জঙ্গলমহল উত্তরণ ঐক্যের…

 


নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর.:."বাঁচবে ওরা , বাঁচাবো মোরা" এই স্লোগানকে সার্থক করার লক্ষ্যে এবং বিশ্ব হাতি দিবসকে সামনে রেখে স্বেচ্ছাসেবী সংগঠন "শের "- উদ্যোগে, বনদপ্তরের ব্যবস্থাপনায় এবং জঙ্গলমহল উত্তরণ ঐক্যের সদস্যদের সহযোগিতায ও পরিচালনায় শালবনী ব্লকের আদিবাসী অধ্যুষিত ভাদুতলা বনাঞ্চলের জোড়াকুশমা, সুস্নিবারি, বাগমারি প্রভৃতি গ্রামগুলি থেকে ১০৭ জন ছাত্র ছাত্রীর হাতে এক বছরের প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয় এবং স্থানীয় গ্রামবাসীদের মধ্যে বন্যপ্রাণ সচেতনতার বার্তা দেওয়া হয়।


বৃহস্পতিবার আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেদিনীপুর ডিভিশনের এডিএফও বিজয় চক্রবর্তী,রেঞ্জার অফিসার পাপন মোহন্ত , মৌপাল বীট এর বীট অফিসার প্রণব দাস, শের এর কর্ণধার জয়দীপ কুন্ডুসহ অন্যান্য বিশিষ্ট জনেরা। জঙ্গলমহল উত্তরণ ঐক্যের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বটেশ্বর ,তাপস,চন্দন, নাগার্যুন,বেনু,সোমনাথ,সুমন, বিশ্বদিপ,বিমল,সুশোভন, সুনীল,ভরত প্রমুখ। বনদফতরের ব্যবস্থাপনায় এরকম একটি উদ্যোগকে গ্রামবাসীরা স্বাগত জানিয়েছেন।