Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

.............চাওয়া..............                  রাশেদ আহমেদ...........                          ১১/০৮/২০২১
শান্ত এ ধরণীর বুকে -বহিবে অসুখেভাবিনিকো কোনদিন, সাজানো বাগান ঝরে যাবে প্রাণপ্রিয়জন হারাবার বীণ! 
মানুষে মানুষে ব্যাবধান-এক…

 


.............চাওয়া.............. 

                 রাশেদ আহমেদ...........

                          ১১/০৮/২০২১


শান্ত এ ধরণীর বুকে -বহিবে অসুখে

ভাবিনিকো কোনদিন, 

সাজানো বাগান ঝরে যাবে প্রাণ

প্রিয়জন হারাবার বীণ! 


মানুষে মানুষে ব্যাবধান-একাকি সমাধান

ঘরে আর কতক্ষন? 

বন্দি কারাগার নাই কোন পারাপার

উড়ে যায় মন!


এলোমেলো দিশেহারা-খেটে খাওয়া মানুষেরা

নাই কোন ঠাঁই,

দৃষ্টির অগোচরে বসে কাঁদে অনাহারে

কেহ দেখিবার নাই!


সুখে কি বা দুখে-হাতে হাত রেখে

এ যেন ভীষণ দায়,

আত্মীয় স্বজন আর যত প্রিয়জন

দুরে সরে চলে যায়!


আশা নাই ভাষা নাই -ফিরিবার পথ নাই

নাই কোন সংশ্রয়, 

মৃত্যুর মহড়ায় কান পেতে শোনা যায়

শুধু সংশয় আর সংশয়! 


বেড়াতে এসেছি ভবে-চলে যেতে হবে

নাই কোন পাওয়া,

প্রভূ যতদিন আছি সুখে যেন বাঁচি 

শুধু এইটুকু চাওয়া।