Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

#রোমান্টিককবিতা #ভালোবাসারকথোপকথন#harinarayanacharyya হরি নারায়ণ আচারিয়ার রোমান্টিক কবিতাভালোবাসার কথোপকথন 
আচ্ছা , প্রতিদিন- প্রতিটি মুহূর্ত লুকিয়ে লুকিয়ে তুমি কি দেখো বলতো? কই, কি-কিছু নাতো। মিথ্যে বলছো! তুমি কি জানো মেয়েদের …

 


#রোমান্টিককবিতা 

#ভালোবাসারকথোপকথন

#harinarayanacharyya 

হরি নারায়ণ আচারিয়ার রোমান্টিক কবিতা

ভালোবাসার কথোপকথন 


আচ্ছা , প্রতিদিন- প্রতিটি মুহূর্ত 

লুকিয়ে লুকিয়ে তুমি কি দেখো বলতো? 

কই, কি-কিছু নাতো। 

মিথ্যে বলছো! 

তুমি কি জানো মেয়েদের তিনটে চোখ? 

তারা চোখ বুজে ও দেখতে পাই? 

এই প্রথম জানলাম। 

আমি যেখানেই যাই, 

তুমি ছায়ার মত আমার পিছনে লেগে থাকো। 

আজ তোমাকে বলতেই হবে -

যদি বলি তোমাকে দেখি ? 

আমাকে ! 

হ্যাঁ তোমাকে,  আমি আসি -

দাঁড়াও,  কেন দেখো সেটা বলবে না ? 

বলতে ভয় পাচ্ছি। 

কেন? 

তোমার মেঘ কালো চোখ দুটিতে যদি ঝড় ওঠে? 

উঠবে না। 

তোমার হরিণের মতো মায়াবী চোখ দুটি যদি 

ঘৃণায় আমায় দেখতে না চায়?  

বাজে কথা বোলো না তো --

আমার কথা শুনে 

তোমার হৃদয়ের দরজা যদি 

বন্ধ হয়ে যায় চিরদিনের জন্য ? 

পাগলের মত কথা বলো নাতো --

আমার স্বপ্নে গড়া 

ছায়াঘেরা কুড়ে ঘরটি যদি 

তোমার রোষানলে পুড়ে ছাই হয়ে যায়? 

বাজে কথা বলা বন্ধ করবে? 

যদি তোমাকে আমি হারিয়ে ফেলি,

যদি লুকিয়ে লুকিয়েও তোমাকে দেখতে না পায় ? 

আমি কিন্তু এসব কথা শুনতে চাইনি --

এখনো কি বলার বাকি আছে? 

আছে বৈকি। 

আমি তোমাকে সেই কুঁড়েঘরে নিয়ে যেতে চাই, 

যে ঘর আমি ভালোবাসা দিয়ে তৈরি করেছি, 

যে ঘরে ভালবাসার প্রজাপতিরা

তোমার জন্য অপেক্ষা করছে, 

যে ঘর ভালোবাসা দিয়ে সাজানো, 

যে ঘরে ভালোবাসা দিয়ে সকাল হয়, 

ভালোবাসা দিয়ে সন্ধ্যা নামে! 

যাবে তুমি আমার সেই কুঁড়েঘরে? 

যদি বলি যাব না? 

তবুও তোমায় আমি লুকিয়ে লুকিয়ে দেখব । 

যদি বলি যাব? 

আমার দেবীর মন্দিরে তোমায় প্রতিষ্ঠা করে

প্রতিদিন প্রাণ ভরে দেখব, কি যাবে? 

যদি নিয়ে যাও, যাব বৈকি। 

 

             কলমে ঃ হরি নারায়ণ আচারিয়া।