দৈনিক কবিতা প্রতিযোগিতাবিভাগ – গদ্য কবিতাকবিতা - চোখের জলের দাগকবি – স্বপন গায়েনতারিখ – ০৯/০৮/২০২১ **********************
ঠোঁটের হাসি বর্ণহীন হবার আগেইগোপন আস্তিনে রাখা ভালোবাসাক্রমশ প্রস্ফুটিত হয় মনে -
বিবর্ণ জানালার ঘোলা কা…
দৈনিক কবিতা প্রতিযোগিতা
বিভাগ – গদ্য কবিতা
কবিতা - চোখের জলের দাগ
কবি – স্বপন গায়েন
তারিখ – ০৯/০৮/২০২১
**********************
ঠোঁটের হাসি বর্ণহীন হবার আগেই
গোপন আস্তিনে রাখা ভালোবাসা
ক্রমশ প্রস্ফুটিত হয় মনে -
বিবর্ণ জানালার ঘোলা কাঁচে
অতীত ক্রমাগত নিঃশ্বাস ফেলে
অদৃশ্য মুখোশে ছুঁয়ে আছে ইতিহাস।
মনের দোলনা আজ ফাঁকা
ভালোবাসার আঁতুড় ঘর
ভেসে যায় রক্তে –
চোখের তলায় কালি দাগ
গোপন রাখা যায় না
সুগন্ধি রুমালে চোখ মোছে বারবার
তবুও চোখের জলের দাগ স্পষ্ট।
*****