Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

মেঘ বুড়ো // তুষার মণ্ডল০৯//০৮//২০২১পল্কা মেঘের ফাঁক ফোকরে হাল্কা চালে মেঘবুড়োফেলছিল পা কদম তালে লক্ষ্য করে হিমগুঁড়ো।চলতে পথে মেঘবুড়োটা তেই কাশে খক করেধ্বনির সাথে প্রতিধ্বনি ছড়ায় অম্বরে অম্বরে।কড় কড় কড় শব্দ করে মেঘ ভাঙে ম…

 


মেঘ বুড়ো // তুষার মণ্ডল

০৯//০৮//২০২১

পল্কা মেঘের ফাঁক ফোকরে হাল্কা চালে মেঘবুড়ো

ফেলছিল পা কদম তালে লক্ষ্য করে হিমগুঁড়ো।

চলতে পথে মেঘবুড়োটা তেই কাশে খক করে

ধ্বনির সাথে প্রতিধ্বনি ছড়ায় অম্বরে অম্বরে।

কড় কড় কড় শব্দ করে মেঘ ভাঙে মড় মড়

আঁতকে উঠে বুড়োর মাথা ঘুরল ঘরর ঘর।

ঠকঠকিয়ে কাঁপল যত টলল তত চরণদ্বয়

হুড়মুড়িয়ে হড়কে পড়ে এক্কেবারে মৃত্তিকায়।


হড়কে পড়ে লাগল ঠোঁকা উঠল মাথার চুল গুলি

চড়বড়িয়ে টাক গজাল মেঘ হাসে তাই দিল খুলি।

টেকো মাথায় টক টকা টক টোক্কা দিল ওই মেঘে

ফিনকি দিয়ে ঝরল ধারা দরদরিয়ে ভীষণ বেগে।

রাগে গর্জে ওঠে মেঘবুড়ো তাই রক্ত ঝরে চোখে

গর্জনে তার বজ্র ছড়ায় কার সাধ‌ তাকে রোখে।

ক্ষোভের বশে মেঘগুলোকে খপ খপা খপ ধরে

নুনের সাথে চটকে নিয়ে মুখে গপ গপা গপ পুরে।


পালিয়ে যারা বাঁচল তারা হিম হয়ে যায় ভয়ে

লুকায় তারা সাগর জলে ও তুষার হিমালয়ে।

শরৎ যেদিন হানা দিল মেঘ হল সব ফাঁকা

হাঁফটি ছেড়ে বাঁচলো বুড়ো শরৎ যে তার সখা।

 

ফতেপুর/// কয়থা// বীরভূম

 পঃ বঃ// ভারত