Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন শিরোনাম - "আমরা সবাই স্বাধীন" কলমে-টিঙ্কু ঘোষ (মিষ্টি) তারিখ - ২/৯/২০২১ 
ভালোবাসায় জড়িয়ে রাখবো আমাদের ভারতবর্ষ। সাহস করে ছিনিয়ে নিয়েছে স্বাধীনতা সংগ্রামীরা। ধৈর্য ধরে ভারতবর্ষের বুকে পতাকা তুলেছে…

 


সৃষ্টি সাহিত্য যাপন 

শিরোনাম - "আমরা সবাই স্বাধীন" 

কলমে-টিঙ্কু ঘোষ (মিষ্টি) 

তারিখ - ২/৯/২০২১ 


ভালোবাসায় জড়িয়ে রাখবো আমাদের ভারতবর্ষ। 

সাহস করে ছিনিয়ে নিয়েছে স্বাধীনতা সংগ্রামীরা। 

ধৈর্য ধরে ভারতবর্ষের বুকে পতাকা তুলেছেন সংগ্রামীরা। 

শান্তি বাণী ছিল তোমরা রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো। 

মহানুভবতা সবার মধ্যে ছড়িয়ে পড়েছিল। 

উদারতার সাক্ষী হয়ে থাকলো মানহারা মানবীর দ্বারে। 

নম্রতা পথে উৎসাহ দেখিয়েছিলেন নেতাজী। 

বিশ্বাস দিয়ে বিশ্ববাসীকে নিজের কাছে টেনে নিয়েছিলেন। 

পরার্থপরতা দেখিয়ে ছিলেন আঠারো বছরের সেই যুবক। 

আত্মসমযম আর একনিষ্ঠতা ছিল প্রত্যেক সংগ্রামীদের মধ্যে। 

আত্ম বলিদান দিয়ে জয় করে নিলো ভারতবর্ষ। 

সত্যবাদীতা প্রমাণ করে দিয়েছিলেন রক্ত দিয়ে। 

আন্তরিকতা কি সেটা বুঝিয়ে দিয়েছিলেন ইংরেজদের। 

ন্যায় বিচারের দাবিতে বিক্ষোভ দেখাতে পিছিয়ে পড়েননি। 

করুনার পাত্র হয়ে ইংরেজদের কাছে মাথা নত করেন নি। 

কমনীয়তা ছিল বিপ্লবীদের শরীর ও মনে। 

নিরিহস্কারতা জীবন দিয়ে দেবো পিছিয়ে আসবো না। 

বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে ইংরেজদের নানা কৌশল। 

সহানুভূতি আর নয় যেমন করেই হোক ইংরেজদের তাড়াতে হবে। 

ক্ষমা নয় রক্তের বদলে রক্ত চায় এই আমাদের পণ। 

ন্যায়পরায়ণতা ভারতীয়দের রক্তে স্বামী বিবেকানন্দ বলেছেন। 

আধ্যাত্মিক জ্ঞান যাদের মধ্যে আছে তারায় আমাদের গুরু। 

নিত্যতা ভারতীয়দের শরীরে শ্রদ্ধা ভালোবাসা বিরাজমান। 

আশা ছাড়েন নি তাই আজ ভারতবর্ষ স্বাধীন। 

🇮🇳🤜🤛❤️❤️মিষ্টি ❤️❤️🤜🤛🇮🇳©️