Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন
আশা এভাবেই বাঁচে
কানামাছি
অনন্ত শূণ্যতার মাঝে একটা শূন্যগর্ভ আশা তবুও তো বৃষ্টি নামায় বারোমাস অন্ধকার কানাগলি মনে ,পিপাসার জলটাও মেলে না জানি কোন দিনও ,মেলে না জীবন সীমারেখার অংকের হিসাবটাও,তবুও তেপান্তরেরফাঁকা …

 


সৃষ্টি সাহিত্য যাপন


আশা এভাবেই বাঁচে


কানামাছি


অনন্ত শূণ্যতার মাঝে একটা শূন্যগর্ভ আশা 

তবুও তো বৃষ্টি নামায় বারোমাস 

অন্ধকার কানাগলি মনে ,

পিপাসার জলটাও মেলে না জানি কোন দিনও ,

মেলে না জীবন সীমারেখার অংকের হিসাবটাও,

তবুও তেপান্তরের

ফাঁকা মাঠে এখনো অনাগতের অঙ্কুর গুলো 

জেগে উঠতে পারে সৃষ্টির আনন্দ নিয়ে হয়তো এখনি ,

হয় তো কোনদিন অমাবস্যার চাঁদও দিতে পারে আলো

আর সবুজের অবুজ মনটাকে ফাগের আবীর রঙে রাঙিয়ে দিয়ে যাবে দূর আকাশের কোন টিমটিমে তারার 

একবিন্দু আলো ,

হয়তো বিতস্তার তীরে  ঘাসের আসন পেতে

নিরালায় প্রিয়া একা বসে গান গায়

বিরহ আগুনের কালোশিখায় মনময়

আলোড়ন তুলে এখনো , 

হয়তো নবান্নের গন্ধে মাতাল 

কোন নিরন্ন জীবনের দল 

ঘুরে মরে অকারণ কৃপনের

ভাতের থালার পাশে ,

একটা মৃত প্রাণ বেঁচে উঠতে পারে যদিও দৈবাৎ

হয় তো কাকতালীয় সুযোগের মনিকাঞ্চন যোগে

বঞ্চিত জীবনের বুকে স্বপ্নের ফুলঝুরি বুনে,

গহন অরন্যের  কোনে নিরালায় হয় তো বা প্রেমের বাঁশি

বাজবে আগমনী সুরে  শিউলির ভরা যৌবনের সৌগন্ধ সুধায় ‌,

তারপর যদিও বা দানাপড়া রসের স্তুপে একটা

হাভাতে কুকুরছানা খাদ্যের ব্যর্থ অনুসন্ধানে

মগ্ন হয়ে ঘুমায় বারোমাস শীতঘুমে 

অবচেতন স্বপ্নে বিভোর হয়ে 

হয় তো বা মৃত্যুর দেশে

অসাড় নিস্পন্দ কোন আশা তবু

মাটির অতলস্পর্শে জেগে থাকে

অনন্ত প্রহর ।