Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনকবিতা : আহ্লাদে সব ঘামছি কলমে : শক্তিপদ ঘোষতারিখ : ২৩ , ০৯ , ২০২১
দু'চোখ খুলে রেখেও না-যদি দেখতে পাও ,নাহয় দেখোই তবে চোখের পাতা না-খুলে ।দেখবে--সিংহের মত এক গহ্বরিক হাই তুলে ,মুখে প্রস্ফুটিত …

 


সৃষ্টি সাহিত্য যাপন

কবিতা : আহ্লাদে সব ঘামছি 

কলমে : শক্তিপদ ঘোষ

তারিখ : ২৩ , ০৯ , ২০২১


দু'চোখ খুলে রেখেও না-যদি দেখতে পাও ,

নাহয় দেখোই তবে চোখের পাতা না-খুলে ।

দেখবে--সিংহের মত এক গহ্বরিক হাই তুলে ,

মুখে প্রস্ফুটিত চাঁপার সমুজ্জ্বল হাসি হেসে

অ্যানাকোন্ডা কত যে বকধার্মিকের বেশে

এই তোমার আমার চারপাশে

কেমন ভ্রূক্ষেপহীন অঙ্গ দুলিয়ে

যে যার এলাকা দিচ্ছে পাহারা ;

তোমার আমার ভাগ্যের এই দেবতারা

তোমাকে আমাকে দিনেরাতে

দেখো কেমন আগুন-চোখে নাচায় ,

বিশ্বভুবন ঘোরায় কেমন এক আঙুলের ডগায় । 


আমরা দেখি সাদা চোখে--গায়ে ওদের 

কৃষ্ণনামের আদর্শ নামাবলি ,

মুখেও আছে লেগে নিদারুণ নিরপেক্ষতার বুলি ,

এবং প্রচারমঞ্চে কী সুন্দর সাম্যের গান গাইছে ;

ঢাকে পড়লে কাঠি--কেমন করজোড়ে

দোরে দোরে--ঘুরে ঘুরে--দুপুরের রোদে নাইছে ।

সেই দেখে ভাবে-আবেগে গলে গিয়ে

গা থেকে জমানো সব খেদ মুহূর্তে ঝরিয়ে দিয়ে

অজান্তেই কেমন আহ্লাদে সব ঘামছি ;

নরম ভিজে মাটিতে ওরা--পরমানন্দেই

শিবের গান গাইছে ,

অতীত ভুলে আমরাও--পুনরায় তেমনই

দারুণ উচ্ছ্বাসে বিনিপয়সায় ধান ভাঙছি ।


আমরা এমনি করেই চিরকাল

সব ভুলে--বৃথা আশ্বাসে বুক বাঁধি ,

দিনের দিনে উল্লাসে অনেক আবীর মাখি ;

মনে মনে কয়েকটা দিন মহানন্দে

ভুলে যাওয়া সেই গান সাধি ।

তারপর , 

আজকের এই দোরের যারা--দোর তাদের

খুঁজে পাওয়াই হয় দুষ্কর ।

বছরের পর বছর ধরে তাকিয়ে থাকি

চাতকের মত দূরের আগুনে আকাশপানে ;

আকাশখানা ভরবে কবে--সেই তেমন 

মেঘ-মাদলে শ্রাবণের গানে গানে ।


এইভাবে আমরা খরিস-চরা জঙ্গলকে

খুব সহজে শান্তিকুঞ্জ ভেবে ভুল করি ,

ভুল করে চিরকাল তুমি মর , আমিও মরি ।

রাঘববোয়ালেরা চোখের সামনে স্বচ্ছন্দে

পুকুর দাপিয়ে বেড়ায় ,

আমরা নিরস্ত্র--নিদারুণ নিরুপায় ।

তাই বলি , বলবে যা--কানে-কানে--মনে-মনে

চুপিচুপি বলবে ,

নয়তো রাত-আঁধারে সাধের বাড়িখানা

ভৌতিক আগুনে দাবানলের মত জ্বলবে ;

অথবা দেখবে যা দেখবে না--বোর্কার নিচে কে ,

অথবা কোন্ সাজে বসে আছে কে

ভুলেও উঁকি দিয়ে দেখতে যাবে না গ্রীনরুমে ,

না-যদি ঘুমাতে চাও সেই ঘুম না-ভাঙার ঘুমে ।

--------------------------------------------------------------------