Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

#সৃষ্টি সাহিত্য যাপন 
# বিভাগ #গদ্য কবিতা #শিরোনাম #প্রশ্ন #কলমে #শম্ভু নাথ চক্রবর্তী #পোস্টিং তারিখ #23/09/22 ______________________
শরতের নীল আকাশ কুয়াশা মাখা ঝরে পড়া শিউলি নদীর তীরে কাশবনচারকদিকে সাজসাজ রব  চাঁদা তোলার হিড়িক কুম…

 


#সৃষ্টি সাহিত্য যাপন 


# বিভাগ #গদ্য কবিতা 

#শিরোনাম #প্রশ্ন 

#কলমে #শম্ভু নাথ চক্রবর্তী 

#পোস্টিং তারিখ #23/09/22 

______________________


শরতের নীল আকাশ 

কুয়াশা মাখা ঝরে পড়া শিউলি 

নদীর তীরে কাশবন

চারকদিকে সাজসাজ রব 

 চাঁদা তোলার হিড়িক 

কুমারপাড়ায় ব্যস্ততা তুঙ্গে 

জানান দেয় পুজো নামক উৎসবের 

উৎসব মানেই কারুর আনন্দ 

কারুরও বা জীবিকার খোঁজ 

ফুটপাত ব্যবসায়ীর চোখে অনেক স্বপ্ন 

উৎসবে বিক্রি করবে অঢেল 

সঞ্চয় করবে অনেক টাকা 

মহাজনের কাছে দেনা আছে অনেক 

পরিশোধ করতে হবে যে 

ছেলেমেয়ের টিউশনের টাকা কিছু বাকি 

শোধ করতে হবে সেটা 

ছেলেমেয়ের মুখে ফুটবে হাসি 

স্ত্রীর কোনো চাহিদা নেই 

নেই কোনো সাজের বাহার 

শুধু চায় এককৌটো সিঁদুর 

মাকে বরণ করতে হবে যে

এবারের পুজোর পরিবেশ একটু ভিন্ন 

ব্যবসায়ীদের কপালে চিন্তার ভাঁজ 

কি করে পূরণ হবে মনের ইচ্ছা 

স্বপ্ন কি শুধু স্বপ্নই থাকবে ???


     "সাথীহারা"