Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন বিভাগ   ----------  কবিতা শিরোনাম  -------  আমার আমি-তে কলমে  ------------ তরু তালুকদার তারিখ  -----------  ০১/০৯/২০২১ ---------------------------------------
আমি  তো আর আমাতে নেই । আর ছিলামই বা কখন ! সৃষ্টির স…

 


সৃষ্টি সাহিত্য যাপন 

বিভাগ   ----------  কবিতা 

শিরোনাম  -------  আমার আমি-তে 

কলমে  ------------ তরু তালুকদার 

তারিখ  -----------  ০১/০৯/২০২১ 

---------------------------------------


আমি  তো আর আমাতে নেই । 

আর ছিলামই বা কখন ! 

সৃষ্টির সেই প্রসববেদনা হতে আজ অবদি জ্বলছি । 

শত প্রতিকূলতার মাঝেই আমার চলার পথ। 

তবুও আমাকে চলতে হয় -- আমার ইচ্ছেগুলোকে বিসর্জন দিয়ে । 

কেননা আমার সর্বস্ব সঁপিয়ে দিয়েছি -- সমাজ , মানুষ , বিবেক ও মনুষ্যত্বের কাছে । 


ভূমিষ্ট হওয়ার সময় অনেক কেঁদেছিলাম। 

কেন কেঁদেছিলাম জানো ? 

তোমাদের অর্থাৎ এই সমাজের ইচ্ছায় আমাকে চলতে হবে বলে । 

নইলে এই সমাজে আমার বেঁচে থাকার অধিকার নাই । 


সেই শিশুকাল থেকেই পারিবারিক ও সমাজের নিয়মকানুন আমার উপর চাপানো হয়েছে। 

আমাকে লালিতপালিত করে সমাজের নিয়মনীতির ইচ্ছার বেড়াজালে। 

হয়তো -- সকলের কল্যাণের জন্যই। 

একটু বড় হওয়ার পর -- 

সমাজ, পরিবেশ, পারিবারিক দায়বদ্ধতা আমাকে জড়িয়ে ধরে --- অক্টোপাসের মতো । 

মনুষ্যত্ব আর বিবেকের দ্বারা আজ তাই আমি নিয়ন্ত্রিত । 

ধর্ম ও নিয়মের শৃঙ্খলে আবদ্ধ --- যা নিয়ন্ত্রণ করছে স্বাভাবিক জীবন। 

আর তা মৃত্যু পর্যন্ত। 

আমি বন্দী আমার বিবেকের কাছে । কেননা, মনুষ্যত্ব যে আমার অন্তরে বাসা বেঁধেছে। 

ইচ্ছে করলেই সবকিছু করতে পারিনা। 

বাঁধা দেয় --- আমার বিবেক, সমাজ, ধর্ম ও পরিবেশ  ---

যা মানুষের সৃষ্টি ' আইন ' নামক জিনিসটি। 

তাই আজ দ্ব্যর্থকন্ঠে বলতে চাই  ---

" আমি আর আমাতে নেই  "।