#সৃষ্টি_সাহিত্য_যাপন
#কাদামাটা
#কবিতা
Sumit Lal Chowdhury
#সাতাশ_সেপ্টেম্বর_২০২১
চার দিস্তা মন খারাপের ভিড়ে;নির্জনতার লুপ্ত নদীর তীরে...শূন্য মাঠের স্তব্ধ রোদের ছায়ে-শরীর বলে কারখানাটির বাঁয়ে...
অযত্নে আর অবহেলায় মন;বোবা চোখে প্রশ্ন …
#সৃষ্টি_সাহিত্য_যাপন
#কাদামাটা
#কবিতা
Sumit Lal Chowdhury
#সাতাশ_সেপ্টেম্বর_২০২১
চার দিস্তা মন খারাপের ভিড়ে;
নির্জনতার লুপ্ত নদীর তীরে...
শূন্য মাঠের স্তব্ধ রোদের ছায়ে-
শরীর বলে কারখানাটির বাঁয়ে...
অযত্নে আর অবহেলায় মন;
বোবা চোখে প্রশ্ন প্রতিক্ষণ!
আসবি কবে, বল না দেখি মেয়ে?
নিম্নচাপে ধ্বস্ত চোখে চেয়ে...
সারাবি রোগ; রক্তক্ষরণ খুব!
দাবার চালে নিত্য যে বেকুব!
তপ্ত ভালে বুলিয়ে দিবি হাত-
কাটাবি শাপের দীর্ঘ প্রাচীন রাত।
"ভালোবাসার শিউলি ঝরা ভোর"-
এই আশাতে খোলা জীবন দোর!
ঘড়ির বালি ফুরিয়ে গেল প্রায়...
আজান ভেজা আলপথেতে আয়।
আকুল আমি, লালন বোকা সাধ!
বলে সবাই "ওই দ্যাখো উন্মাদ!"
আমি পাগল তেড়ে ছুটে যাই;
হদিস বল, কোথায় তোরে পাই?
বৃষ্টি সাঁঝে; তুলসী তলায় ধূপ।
বিগ্রহে তোর দেখি অতল রূপ!
রাত নামে ফের জমাট অভিমানে
ভাঁটার কাদা মেশে নোনা গানে!