Page Nav

HIDE

Post/Page

May 21, 2025

Weather Location

Breaking News:

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনশিরোনাম -ইচ্ছে হয় তাইকলমে - অরবিন্দ মাজী০১/০৯/২০২১
ইচ্ছে হয় তাইএদিক সেদিকঘুরেই বেড়াই। 
ইচ্ছে হয় তাইকখনো সখনোটক ঝাল খাই। 
ইচ্ছে হয় তাইমনে মনে লিখিকলম ছাড়াই। 
ইচ্ছে হয় তাইহৃদয় গভীরেস্পষ্ট দেখা পাই।
ইচ্ছে হয় ত…

 


সৃষ্টি সাহিত্য যাপন

শিরোনাম -ইচ্ছে হয় তাই

কলমে - অরবিন্দ মাজী

০১/০৯/২০২১


ইচ্ছে হয় তাই

এদিক সেদিক

ঘুরেই বেড়াই। 


ইচ্ছে হয় তাই

কখনো সখনো

টক ঝাল খাই। 


ইচ্ছে হয় তাই

মনে মনে লিখি

কলম ছাড়াই। 


ইচ্ছে হয় তাই

হৃদয় গভীরে

স্পষ্ট দেখা পাই।


ইচ্ছে হয় তাই

শুধু তোমাতেই

নিজেকে হারাই।