Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

ভালবাসা-ডিউক হুদা০২/০৯/২০২১
হৃদয় হতে ভালবাসাউথলে উথলে পড়েরাখতে আমি পারছিনাতোকোন ভাবেই ধরে।
ভালবাসার বান ডেকেছে আমার মনের ঘরেভালবাসা দানের তরেমন যে কেঁদে মরে।
ভালবাসার আদান-প্রদানেভালবাসা হয়একতরফা ভালবাসাভালবাসা নয়।
ভালবাসা নিয়ে এখনকর…

 


ভালবাসা

-ডিউক হুদা

০২/০৯/২০২১


হৃদয় হতে ভালবাসা

উথলে উথলে পড়ে

রাখতে আমি পারছিনাতো

কোন ভাবেই ধরে।


ভালবাসার বান ডেকেছে 

আমার মনের ঘরে

ভালবাসা দানের তরে

মন যে কেঁদে মরে।


ভালবাসার আদান-প্রদানে

ভালবাসা হয়

একতরফা ভালবাসা

ভালবাসা নয়।


ভালবাসা নিয়ে এখন

করবো আমি কি যে

ভালবাসার অতল তলে

মরবো ডুবে নিজে?


পরস্পরের ভালবাসায়

বাঁচবে ভালবাসা

সবাই পাবে ভালবাসা

মিটবে মনের আশা।