Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

শিরোনামঃ ..রিফিউজি কলমে.....লিয়াকত সেখতাং...২৮,০৯,২১
নিজের দেশে নিজেকে আজ পায়না কেন খুঁজে !ডিটেনশন ক্যাম্পে বসেকাঁদছি চোখ বুজে !
বাবার মুখে শুনেছিলাম দেশটা তোমার আমার,আমরা এখন উদ্বাস্তু দেশটা শুধু তোমার |
দেশটা মোদের মাতৃভূমি নাড়ির…

 


শিরোনামঃ ..রিফিউজি 

কলমে.....লিয়াকত সেখ

তাং...২৮,০৯,২১


নিজের দেশে নিজেকে আজ 

পায়না কেন খুঁজে !

ডিটেনশন ক্যাম্পে বসে

কাঁদছি চোখ বুজে !


বাবার মুখে শুনেছিলাম 

দেশটা তোমার আমার,

আমরা এখন উদ্বাস্তু 

দেশটা শুধু তোমার |


দেশটা মোদের মাতৃভূমি 

নাড়ির সাথে যোগ,

হঠাৎ এক দমকা হাওয়া 

করলো বুঝি বিয়োগ |


আমরা হলাম বলির পাঁঠা

 বলি দেওয়া যায়,

তন্ত্র  মন্ত্র গণতন্ত্র

 বুঝিনা কিছু ছাই|


দাবার ঘরে আড়াই চালে 

করেছে মোদের মাত,

দুই নয়নে ঝরছে জল 

দিন কিংবা রাত |


মায়ের থেকে ছেলে কেরে

করছে ওরা মজা !

খোদার কাছে দোয়া করি 

দেয়  যেন সাজা |