Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনশিরোনাম:-দয়ার সাগরকলমে:-শিবানী সাহাতারিখ:-২৬/০৯/২০২১
দয়ার সাগর বিদ্যাসাগর তুমি     সর্বজনে তাই বলে।বীরসিংহ গ্রামের বীর পুত্রজন্ম ভগবতী দেবীর কোলে।
দারিদ্রতার মধ্যে কাটিয়েছো জীবনপড়াশোনা ল্যাম্পপোস্টের তলায় নয়ত…



সৃষ্টি সাহিত্য যাপন

শিরোনাম:-দয়ার সাগর

কলমে:-শিবানী সাহা

তারিখ:-২৬/০৯/২০২১


দয়ার সাগর বিদ্যাসাগর তুমি

     সর্বজনে তাই বলে।

বীরসিংহ গ্রামের বীর পুত্র

জন্ম ভগবতী দেবীর কোলে।


দারিদ্রতার মধ্যে কাটিয়েছো জীবন

পড়াশোনা ল্যাম্পপোস্টের তলায় নয়তো ঘরে।

নারী শিক্ষা, বিধবা বিবাহ প্রচলন

সমাজ সংস্কার তোমার হাতটি ধরে।


অ-আ-ক-খ হাতে খড়ি তোমার সৃষ্টির ফলে

গরিব দুঃখীর দুঃখ দূর করতে সর্বোচ্চ বেটে।

মাতৃভক্তির অপূর্ব নিদর্শন রেখেছো

বৃষ্টির রাতে দামোদর পার হয়েছো সাঁতার কেটে।


তোমার মত মাতৃভক্ত সন্তান কজন আছে

রত্নগর্ভা মায়ের সন্তান তুমি মাতৃ আজ্ঞা পালনে,

বস্ত্রহীন মানুষদের বস্ত্র বিলিয়েছো

নিজের কথা না ভেবে মায়ের ইচ্ছা পূরণে।


নবজাগরণের পথিকৃৎ তুমি

জীবনে প্রতিষ্ঠিত মোরা বর্ণপরিচয় সৃষ্টির ফলে।

জ্ঞানের সাগর, করুনার সাগর

জন্মদিনে নমি তোমার চরণ তলে।