Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

#সৃষ্টি_সাহিত্য_যাপন #তারিখ_২৩_০৯_২০২১#বিভাগঃকবিতা#শিরোনামঃঅনুভবে_ইমারত#✍️✍️✍️কানন পটুয়া
দেখেছি পূর্ণিমা রাতে শ্বেত পাথরের বুকে,তাজমহলের কান্না শাজাহানের শোকে।দেখেছি ফাঁসিঘর আজও আছে দাঁড়িয়ে,যারা কেঁদেছিল শহীদের অন্তিম বিদায়ে।দ…

 


#সৃষ্টি_সাহিত্য_যাপন 

#তারিখ_২৩_০৯_২০২১

#বিভাগঃকবিতা

#শিরোনামঃঅনুভবে_ইমারত

#✍️✍️✍️কানন পটুয়া


দেখেছি পূর্ণিমা রাতে শ্বেত পাথরের বুকে,

তাজমহলের কান্না শাজাহানের শোকে।

দেখেছি ফাঁসিঘর আজও আছে দাঁড়িয়ে,

যারা কেঁদেছিল শহীদের অন্তিম বিদায়ে।

দেখেছি জলসাঘরে ঘুঙুরের দেবদাস।

শ্রমিকের ঘামে ভেজা ইঁটেদের ইতিহাস।

দেখেছি ভেকধারী দুর্বৃত্তের তান্ডব লীলা,

মিনারের শ্যাওলায় লেখা কত অবহেলা।

দেখেছি ধ্বংস হতে গগনচুম্বী অট্টালিকা,

সন্ত্রাসে ধুলিস্যাৎ হতে গর্বের অহমিকা।

দেখেছি বুলডোজারের গর্জন রাতের বস্তিতে,

সবহারাদের সাথে,ওরা ছিল বড় স্বস্তিতে।

দেখেছি নীড়ভাঙা কান্না বৃদ্ধাশ্রমে বসে,

ভালবাসার বাসা হতে উচ্ছেদ অবশেষে।

এভাবেই কতশত ইমারত ভাঙে প্রতিদিন,

কভু দেহেরও ইমারত হবে মাটিতে বিলীন।