Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনপদ্য কবিতাশিরোনাম--মুগ্ধতাকলমে--হাসানুজ্জামান হাসান  ত্রিমাত্রিক ছন্দ   স্বরবৃত্ত ৪+৪+৪+১,মাত্রাবৃত্ত--৮+৬, অক্ষরবৃত্ত-৮+৬তারিখ-২৩/০৯/২০২১
বেলা ডুবে আলো নিভে হয়ে গেছে রাততারা জ্বলে ঝিকিমিকি শশী দিলে সাথ, রাতে আ…

 


সৃষ্টি সাহিত্য যাপন

পদ্য কবিতা

শিরোনাম--মুগ্ধতা

কলমে--হাসানুজ্জামান হাসান

  ত্রিমাত্রিক ছন্দ

   স্বরবৃত্ত ৪+৪+৪+১,মাত্রাবৃত্ত--৮+৬, অক্ষরবৃত্ত-৮+৬

তারিখ-২৩/০৯/২০২১


বেলা ডুবে আলো নিভে হয়ে গেছে রাত

তারা জ্বলে ঝিকিমিকি শশী দিলে সাথ,

 রাতে আজি দেখো হাসে বড়ো সাদা চাঁদ,

তারা জ্বলে শশী হাসে লাগে মিঠা স্বাদ।


বেলা শেষে রাতে হেরি দূরে চেনা বন

দুলে দুলে মাথা নাড়ে নেচে ওঠে মন,

শশী তেজে আলো ফেলে গাঙে নাচে জল

ঘাটে মাঝি ডিঙি বেঁধে মনে আনে বল।


মাঠে মাঠে ভরে আছে কাঁচা পাকা ধান

চাষীরা যে সেথা হাসে গেয়ে ওঠে গান,

আমনে যে ভরে গেছে চাষী করে চাষ

সোনা ধানে মোরা সুখে থাকি বারো মাস।


শশী ডোবে ভোরে শিশিরে যে ভেজে ঘাস

ঊষা জাগে প্রভাতে ঐ দোলে সাদা কাশ,

 ভোরে উঠে খালে বিলে জেলে ফেলে জাল

মাঝি ডিঙি বেয়ে চলে ধরে রাখে হাল।