Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

শিরোনামঃ ...শিক্ষার আলো ঘরে ঘরে জ্বালো কলমে .....লিয়াকত  সেখ তাং..১৪,,০৯,২১
অন্ধ কিন্তু তারেও বলে নাই যার শিক্ষার আলো,মূর্খ কভু পারেনা করতে নিজের পরের ভালো |
মূর্খ মানুষ নিজের পায়ে নিজে মারে  কুড়ুল,   নিজের মরণ নিজেই ডাকে করে শুধ…

 


শিরোনামঃ ...শিক্ষার আলো

 ঘরে ঘরে জ্বালো 

কলমে .....লিয়াকত  সেখ 

তাং..১৪,,০৯,২১


অন্ধ কিন্তু তারেও বলে 

নাই যার শিক্ষার আলো,

মূর্খ কভু পারেনা করতে 

নিজের পরের ভালো |


মূর্খ মানুষ নিজের পায়ে 

নিজে মারে  কুড়ুল,   

নিজের মরণ নিজেই ডাকে 

করে শুধু ভুল |


মগজ ধোলাই সহজ কাজ 

হয় যদি গো বোকা,

শিক্ষার আলো না থাকলে 

সবাই দেবে ধোঁকা |


তন্ত্র মন্ত্র গণতন্ত্র 

আসলে সব লোভতন্ত্র,

মূর্খ মানুষ থাকলে  ভবে 

লোভ তন্ত্র অমর রবে |


লোভীদের ওই গুদাম ঘরে

 মূর্খ খেটে মরে,

নিজের মূল্য বোঝেনা যে 

তার কি পেট ভরে ?


বোমা ছুরি ছেড়ে সবে

 কলম হোক হাতিয়ার,

কলমের আঘাতে দূর হয়ে যাক 

সকল কালের আঁধার |


শ্রমিক কুলি মজুর মুটে 

একসাথে আজ বলো

আমাদের ওই আঁধার ঘরে 

শিক্ষার আলো জ্বালো  |