Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

#সৃষ্টি_সাহিত্য_যাপন  শিরোনাম -গানওয়ালা কলমে - শান্তি দাস তারিখ_১৪/০৯/২০২১ইইংশ্রাবণের রিমঝিম বৃষ্টি ধারা উদাস মনে তাকিয়ে, গ্রামের মেঠো পথে চলছে বাউল গেয়ে গান। এই গালওয়ালা বাউলের গান সবার মন হারায়, আপন মনে গেয়ে গান চলছে আঁকা ব…



#সৃষ্টি_সাহিত্য_যাপন 

 শিরোনাম -গানওয়ালা

 কলমে - শান্তি দাস

 তারিখ_১৪/০৯/২০২১ইইং

 

শ্রাবণের রিমঝিম বৃষ্টি ধারা উদাস মনে তাকিয়ে, 

গ্রামের মেঠো পথে চলছে বাউল গেয়ে গান। 

এই গালওয়ালা বাউলের গান সবার মন হারায়, 

আপন মনে গেয়ে গান চলছে আঁকা বাঁকা পথে। 


গ্রামের রাঙ্গামাটির পথঘাটে কাদামাটি মেখে চলে, 

বাউল তার সুরে সুরে মেলায় প্রকৃতি অপরূপ সৌন্দর্য। 

হাসি কান্না মেশানো সুরেলা গান জুড়ায় সকলের প্রাণ। 


গালওয়ালা বাউলের পিছু পিছু চলছে গ্রামের শিশুরা, 

একতারার সুরে যেন তালে তাল মেলায় সুর। 

মনের তারে বাজে বাউলের অচিন সুরের একতারা, 

একতারার সুরে লালন গীতি গায় জীবনের মায়ায়। 


গালওয়ালা বাউল তুমি দিল দরিয়ায় ভাসে তার সুরের খেয়ায়, 

দুদিনের এই মায়ার জগতে কিসে এতো পিছুটান। 

এসো সবাই বাউলের সুরে ভরিয়ে তুলি নিজেদের টান।


কত পথ পেরিয়ে রাঙ্গামাটির পথ ধরে চলছে গান গেয়ে, 

বাউল গানের সুরে সুরে এগিয়ে চলে ভাটিয়ালী তালে। 

আজ ও সেই গালওয়ালার গান শুনতে চাই সেই কন্ঠে,

বাউল গানের সুরের অপেক্ষায় খুঁজে বেড়ায় শ্রাবণ ধারায়। 

একা মনে ধূসর চোখে জল ঘোলা সব ব্যথা, 

মুছে যায় গালওয়ালা বাউল গানের মিষ্টি মিষ্টি সুরে।