Page Nav

HIDE

Post/Page

May 23, 2025

Weather Location

Breaking News:

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনবিভাগ - কবিতাশিরোনাম - ভাসছি অনুভবেনূপুর আঢ‍্য২৩/০৯/২০২১
কমল ফুটে দিঘির জলে চোখ ফেরানো দায়,রঙ ছড়িয়ে প্রাণ ভরিয়ে কথা বলতে চায়।ডাকছে কাছে আয় না পাশে কবো মনের কথা,আসলে পাশে লাগবে ভালো জুড়বে মনো ব‍্যথা।
আঁধার নেমে উঠ…

 


সৃষ্টি সাহিত্য যাপন

বিভাগ - কবিতা

শিরোনাম - ভাসছি অনুভবে

নূপুর আঢ‍্য

২৩/০৯/২০২১


কমল ফুটে দিঘির জলে 

চোখ ফেরানো দায়,

রঙ ছড়িয়ে প্রাণ ভরিয়ে 

কথা বলতে চায়।

ডাকছে কাছে আয় না পাশে 

কবো মনের কথা,

আসলে পাশে লাগবে ভালো 

জুড়বে মনো ব‍্যথা।


আঁধার নেমে উঠেছে মেঘ 

করছে লুকোচুরি,

নামবে জোরে ধরার পরে 

লাগবে ভুরিভুরি।

থাকবো আমি আঘাত সয়ে 

তবুও আলো করে,

মায়ের পা'য়ে পাবো যে ঠাঁই 

যাবে পরাণ ভরে।


একশো আট পদ্মফুলে 

সন্ধি পূজা হবে,

সেই আশায় রয়েছি ফুটে 

ভাসছি অনুভবে।

এসো সবাই বিভেদ ভুলে 

মায়ের পদতলে,

লাগবে ভালো জুড়াবে প্রাণ 

কষ্ট যাবে চলে।