Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি - সাহিত্য - যাপন কবিতা ।শিরোনাম - স্বপ্নের জাল বুনি ।কলমে @ ইন্দ্রানী মুখার্জী ।তারিখ - ৩ / ৯  /২০২১
স্বপ্নের ডানায় ভর করে পার হয়ে যায় গভীর সমুদ্র ।নীল সাগরের বুকে খুঁজে আনা ঝিনুকের মাঝে মুক্তকে দেখতে দেখতে ভেসে চলিসমুদ্রবক…

 


সৃষ্টি - সাহিত্য - যাপন 

কবিতা ।

শিরোনাম - স্বপ্নের জাল বুনি ।

কলমে @ ইন্দ্রানী মুখার্জী ।

তারিখ - ৩ / ৯  /২০২১


স্বপ্নের ডানায় ভর করে পার হয়ে যায় 

গভীর সমুদ্র ।

নীল সাগরের বুকে খুঁজে আনা ঝিনুকের 

মাঝে মুক্তকে দেখতে দেখতে ভেসে চলি

সমুদ্রবক্ষে ।

যেখানে শঙ্খচিল স্বপ্ন দেখে অবিরত ।

ঝড়ের তান্ডবে ভেঙ্গে পড়া বাসা আবার 

নতুন করে গড়তে শুরু করে ।

দুর্বোধ্য বেদনার রঙিন  ঝরাপালক 

খসে পড়ে মাটির বুকে।

মনের মাঝের যন্ত্রনাকে পুঞ্জিভুত করে

বাঁচার  তাগিদে নতুন বাসা বাঁধে ।

কোজাগরী পুর্ণিমার চাঁদের আলোতে 

সমুদ্রবক্ষে ভেসে চলে পালতোলা নৌকা ।

জীবনকে বাজী রেখে চোরাবালিতে ডুবে যাওয়া 

ক্লান্ত প্রাণ হারিয়ে যায় গভীর সমুদ্রের মাঝে ।

পাড়ি দেয় অনন্তলোকের উদ্দেশ্যে ।

তবুও মানুষ  স্বপ্ন দেখতে দেখতে ভেসে চলে নীল সাগরের বুকে ।

খুঁজে আনা ঝিনুকের মাঝে মুক্তকে দেখতে দেখতে ভেসে চলে অনন্তলোকের পথে ।

সেই পথ বড় অচেনা ।

নেই মানুষের অহংকারে কলুষিত জীবন ।

নেই মানুষের ভিড় ।

নেই হিংসা বিদ্বেষ ।

নিষ্কলঙ্ক সত্যের আলোয় একাকী দাঁড়িয়ে সমুদ্রের

গর্জণ শুনতে শুনতে এগিয়ে চলে জীবন ।

জীবন -মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে চলে বাঁচার লড়াই ।