কোন এক মাঝবয়সিনী——————————
সকালের পার্কের অভিজাত রোদে, স্বাস্থ্য -উদ্ধার বিলাসীদের একঝাঁক ভিড়ে,আনমনা বিবর্ণ ছাতায় হেঁটে যায়, দেখিসম্পূর্ণ বিপরীত মেরুর মত কৃশকায়া এক ক্লান্ত মাঝবয়সিনী। সকালের মায়াবী বাতাসএক অপার্থিব কাটাকুটি খেলে…
কোন এক মাঝবয়সিনী
——————————
সকালের পার্কের অভিজাত রোদে,
স্বাস্থ্য -উদ্ধার বিলাসীদের একঝাঁক ভিড়ে,
আনমনা বিবর্ণ ছাতায় হেঁটে যায়, দেখি
সম্পূর্ণ বিপরীত মেরুর মত
কৃশকায়া এক ক্লান্ত মাঝবয়সিনী।
সকালের মায়াবী বাতাস
এক অপার্থিব কাটাকুটি খেলে তার শীর্ণ অবয়বে,
জড়ানো চুলের শুষ্কতায় লেগে থাকে ভোরের আলো।
কণামাত্র কারুণ্যের দাবি নেই তার পোষাকের দীনতায়।
শরতের স্নিগ্ধতায় আটপৌরে দীনতাটুকু ঢেকে
জাগতিক উপেক্ষাটুকু অনায়াসে অতিক্রম করে চলে যায় সে।
ঘর বাঁধার স্বপ্ন কখনো ছিল কি তার মনে?
ধরা দেয় না ঐ উদাস গভীর চোখে।
হয়ত সে জেনে ছিল সব স্বপ্ন সবাইকে দেখতে হয় না,
অনেক না পাওয়ার মধ্যেও কোন গভীর পাওয়া আছে এ জীবনে।
তাই একান্ত বেঁচে থাকার আনন্দে
জীবনকে ভালবেসে-
হার না মানা এক
অনুচ্চার প্রতিবাদে,
বহু পথ পরিক্রম করে চলে যায় সে।
এক নির্ভার উড়ানে
◦